পরিচালক নন, নতুন ব্যোমকেশে এবার অন্য দায়িত্বে অঞ্জন
RBN Web Desk: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি করার ব্যাপারে টালিগঞ্জে প্রতিযোগিতা অব্যাহত। প্রথমে অঞ্জন দত্তর পরিচালনায় আবীর চট্টোপাধ্যায় ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেন তিনটি ছবিতে। এরপর আবীর অরিন্দম শীলের ছবিতে সরে গেলে অঞ্জন যীশু সেনগুপ্তকে ব্যোমকেশ করে ছবি করতে থাকেন। পরিচালক বদলালেও আবীর একের পর ছবিতে ব্যোমকেশ করেছেন ও করছেন।
ইতিমধ্যে ওয়েব সিরিজ়ে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এর মাঝে ব্যোমকেশের বিভিন্ন বয়সের চরিত্রে ফিল্ম ও টেলিভিশনে অভিনয় করেছেন প্রায় হাফ ডজন অভিনেতা। কিছুদিন আগে জানা গেছে যীশুকে নিয়ে আরও একটি ব্যোমকেশের ছবি করতে চলেছেন পরিচালক ইন্দ্রনীল ঘোষ।
স্থিরচিত্রে অপেক্ষার গল্প বলবে ‘অ্যাওয়েটিং’
এই অবস্থায় আবারও একটি নতুন ব্যোমকেশের খবর। শরদিন্দুর ‘মগ্ন মৈনাক’ গল্প নিয়ে একটি নতুন ছবিতে ব্যোমকেশ ও অজিতের চরিত্রে থাকছেন যথাক্রমে পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। তবে এই ছবির পরিচালক নন অঞ্জন। সায়ন্তন ঘোষালের পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই নতুন ছবি। এই ছবিতে চিত্রনাট্যের দায়িত্বে থাকছেন অঞ্জন। তাছাড়া ছবির ক্রিয়েটিভ সুপারভাইজ়ারও তিনি।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ইদানিংকালে অনেকেই বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্রে বিভিন্ন অভিনেতাকে দেখলেও অঞ্জনের মতে পরমব্রতকে দর্শক এক নতুনরূপে দেখতে পাবেন যেখানে ব্যোমকেশের চরিত্রের ধৈর্যহীনতা, সাহসিকতা ও রাজনৈতিক সচেতনতাকে তুলে ধরা হবে।
এরা আগে সায়ন্তনের পরিচালনায় ‘যকের ধন’ ছবিতে কাজ করেছেন পরমব্রত। এছাড়াও তাঁকে দেখা যাবে একই পরিচালকের ‘সাগরদ্বীপের যকের ধন’ ছবিতে।