বিশিষ্ট অভিনেত্রী সবিতা বসু প্রয়াত
কলকাতা: চলে গেলেন অতীত দিনের জনপ্রিয় অভিনেত্রী সবিতা বসু। ৪ জুলাই রাতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। সুধীর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাশের বাড়ি’ ছবিতে আত্মপ্রকাশ করেন সবিতাদেবী।
তাঁর অভিনয় জীবনে সবিতাদেবী কাজ করেছেন বেশ কয়েকটি সুপারহিট বাংলা ছবিতে। উত্তমকুমারের সঙ্গে অভিনয় করেছেন ‘শুধু একটি বছর’, ‘দেবত্র’ ও আরও বেশ কয়েকটি ছবিতে। সুচিত্রা সেনের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। ‘যত মত তত পথ’, ‘হংসমিথুন’, ‘চাটুজ্জ্যে বাঁড়ুজ্জ্যে’ সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
পরবর্তীকালে মুম্বইতে আটটি হিন্দি ছবিতে অভিনয় করেন সবিতাদেবী যার মধ্যে ‘হরে কাঁচ কি চুড়িয়াঁ’ (১৯৬৭), ও ‘পরিবার’ অন্যতম। বীরেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘সুরের আকাশে’ (১৯৮৮) ছবিতে শেষবারের মত বড় পর্দায় দেখা যায় তাঁকে।