রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনছেন অঞ্জন

RBN Web Desk: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটকটি মঞ্চে আনতে চলেছেন অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত। বিদেশি ক্লাসিক থেকে বেড়িয়ে এই প্রথম কোনও মূল বাংলা নাটকের রূপান্তর করতে চলেছেন তিনি। সম্প্রতি মার্কিন নাট্যকার আর্থার মিলারের বিখ্যাত নাটক ‘ডেথ অফ এ সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ মঞ্চে উপস্থান করেছেন অঞ্জন। কলকাতা ছাড়াও ঢাকাতে মঞ্চস্থ হয়েছে এই নাটক।

সংবাদমাধ্যমকে অঞ্জন জানালেন যে বহুল চর্চিত ‘বিসর্জন’ নাটকটিকে সম্পূর্ণ ভেঙেচুরে এক নতুন রূপ দিতে চান তিনি। যদি ‘ছাগলবলি’ কে ‘নরবলি’ কিংবা সরাসরি বিজাতীয়দের বলি হিসেবে দেখানো যায় অথবা রঘুপতি ও রাজা গোবিন্দমানিক্যের লড়াই যদি ধর্ম বনাম রাজনীতির লড়াই হয়ে ওঠে তাহলে এই নাটকের দৃষ্টিভঙ্গি একটা নতুন রূপ পেতে পারে, যা বর্তমান নৈরাজ্যের এক আদর্শ চিত্রপট, এমনটাই মনে করেন তিনি।

মিতিনমাসির ভূমিকায় আমার অভিনয় করার কথা ছিল: ইন্দ্রাণী

‘বিসর্জন’-এর রূপান্তরে রঘুপতির চরিত্রে অভিনয় করবেন অঞ্জন নিজেই। জয়সিংহের ভূমিকায় দেখা যাবে সুপ্রভাত দাসকে। ‘সেলসম্যানের সংসার’ ও অঞ্জনের শেষ ছবি ‘ফাইনালি ভালোবাসা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সুপ্রভাত।    

অঞ্জন জানালেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মের নামে অসহিষ্ণুতা তাঁকে ভাবিয়ে তুলেছে। এই ভয়ঙ্কর সামাজিক ও রাজনৈতিক অরাজকতাকে তিনি তুলে ধরতে চান তাঁর নতুন নাটক ‘রঘুপতি’র মাধ্যমে। মুসলিম অপর্ণার সঙ্গে হিন্দু জয়সিংহের প্রেমের রসায়ন তৈরি করতে চান তিনি। তবে সব কিছু ব্যতিরেকে জয়সিংহ ও রঘুপতির মধ্যেকার সংঘাতই থাকবে এই নাটকের কেন্দ্রে, বললেন অঞ্জন।

বিনা পারিশ্রমিকেই কাজ করে চলেছে অরণ্য ও অন্যান্য শিশুশিল্পীরা

যেহেতু রবীন্দ্রনাট্যের ভাবনায় উপস্থাপনা তাই এই নাটকে প্রবলভাবে প্রাসঙ্গিক বাউল গান ও রবীন্দ্রসঙ্গীত। গানগুলিকে নতুন ভাবে পরিবেশন করবেন এই নাটকের সঙ্গীত পরিচালক নীল দত্ত।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *