₹১০০ কোটির দোরগোড়ায় রকি-রানীর প্রেম কাহিনি

RBN Web Desk: ₹১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেল ‘রকি অউর রানী কি প্রেম কহানি’। ২৮ জুলাই দেশজুড়ে মুক্তি পায় ছবিটি। করণ জোহর পরিচালিত এ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, শবানা আজ়মি ও ধর্মেন্দ্র।

₹১৫০ কোটি বাজেটে নির্মিত ‘রকি অউর রানী কি প্রেম কহানি’ ইতিমধ্যেই সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এই মুহূর্তে অন্য কোনও ছবি না থাকায় একাই রমরমিয়ে ব্যবসা করছে রকি-রানীর প্রেম কাহিনি। বেশ কয়েকটি শহরে দ্বিতীয় সপ্তাহে শোয়ের সংখ্যা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: বাদ পড়লেন তৃণা

সূত্রের খবর, ন’দিনে ₹৯০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই সম্ভবত ₹১০০ কোটি ছুঁয়ে ফেলবে ছবিটি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *