মিতিনমাসির ভূমিকায় আমার অভিনয় করার কথা ছিল: ইন্দ্রাণী
RBN Web Desk: সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিতিনমাসির ভূমিকায় তাঁর অভিনয় করার কথা ছিল, এমনটাই দাবী করলেন ইন্দ্রাণী হালদার। তবে বড় পর্দা নয়, মিতিনমাসিকে নিয়ে টেলিভিশন ধারাবাহিকের কথাবার্তা হয়েছিল বলে জানালেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
বড় পর্দায় অরিন্দম শীলের পরিচালনায় ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে মিতিনমাসি সিরিজ়ের প্রথম ছবি আসছে এই পুজোয়। মিতিনমাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক।
সংবাদমাধ্যমকে ইন্দ্রাণী জানালেন যে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের কর্ণধার ও কোয়েলের স্বামী নিশপাল সিং রানেকে তিনিই সুচিত্রার কাছে নিয়ে যান মিতিনমাসি সিরিজ়ের স্বত্ব কেনার জন্য। তবে তারপর আর কোনও কথাবার্তা এগোয়নি। হঠাৎই তিনি জানতে পারেন যে কোয়েল এই চরিত্রে অভিনয় করছেন, দাবী ইন্দ্রাণীর।
বিনা পারিশ্রমিকেই কাজ করে চলেছে অরণ্য ও অন্যান্য শিশুশিল্পীরা
তবে শুধু বড় পর্দাই নয়, মিতিনমাসিকে নিয়ে একটি ওয়েব সিরিজ়ও পরিচালনা করতে চলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে মিতিনমাসির ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে অর্পিতা চট্টোপাধ্যায়কে।