বিনা পারিশ্রমিকেই কাজ করে চলেছে অরণ্য ও অন্যান্য শিশুশিল্পীরা
RBN Web Desk: বিনা পারিশ্রমিকেই ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে চলেছে শিশুশিল্পী অরণ্য রায়চৌধুরী। তবে শুধু অরণ্যই নয়, রানা সরকারের প্রযোজনায় একাধিক ধারাবাহিকের শিশুশিল্পীরাই বিনা বেতনে কাজ করে যেতে বাধ্য হচ্ছে দিনের পর দিন। সম্প্রতি টালিগঞ্জ স্টুডিওপাড়ায় অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সংগঠন আর্টিস্টস ফোরাম আঠারো বছর বয়সের উর্ধ্বে শিল্পীদের বকেয়া টাকা রানার কাছ থেকে আদায় করতে পারলেও, শিশুশিল্পীরা এখনও রয়ে গেছে অন্ধকারেই। আঠারো বছরের কমবয়সী শিল্পীদের ক্ষেত্রে আইন অনুযায়ী আর্টিস্ট ফোরামের কিছু করার নেই।
তবে টাকা না পেলেও, পরিশ্রমে কোনও ঢিলেমি দেওয়ার অবকাশ নেই শিশুশিল্পীদের। খুব ভোরে ওঠা, ঠান্ডার সময় জলে ডুবে থাকা বা কাঠফাটা রোদে টানা কাজ করে যাওয়া, চিত্রনাট্যের দাবী অনুযায়ী সবকিছুই করতে হচ্ছে এই সব শিশুশিল্পীদের। এদের মধ্যে অনেকের বয়সই ১০-এরও কম। শুধু অরণ্যই নয়, ‘জয় বাবা লোকনাথ’-এ শিব, গৌরী, গোপাল ও বেণীর চরিত্রে অভিনয় করা শিশুশিল্পীরাও বিনা বেতনে কাজ করে চলেছে বলে অভিযোগ।
দ্রৌপদীর থাক পাঁচ, তুই বাপু একটা নিয়েই বাঁচ
এদিকে বকেয়া ₹২ কোটি টাকা না পেলে, ৪ জুলাই থেকে টেলিপাড়ায় সরঞ্জাম সরবরাহের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই দাবীকে সমর্থন জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ ও দিতিপ্রিয়া রায়ের মত শিল্পীরা।