দুই বাংলার ৩০০ শিল্পী সমন্বয়ে রবীন্দ্র-নজরুল উৎসব

কলকাতা: মাতৃভাষা দিবস একান্ত বাঙালির হলেও আজ তা আন্তর্জাতিকতার মর্যাদা পেয়েছে। বাঙালির বড় কষ্টের দিন, বড় গর্বের দিন। দুই বাংলার মানুষ আজও ভাষা শহীদ দিবসকে আন্তরিকতা ও আবেগের সঙ্গে পালন করেন।

এ বছর আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে ছায়ানট (কলকাতা) ২৩ ও ২৪ ফেব্রুয়ারী শহরে আয়োজন করতে চলেছে ‘সীমানা ভুলে এক সুরে, রবীন্দ্র নজরুলে’ শীর্ষক রবীন্দ্র-নজরুল উৎসব। দুই বাংলার শিল্পীদের উপস্থিতিতে এই উৎসবে থাকবে গান, কবিতাপাঠ ও লাইভ পেইন্টিং। প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিতীয় দিনে নজরুল ইসলামকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। বিশেষ অতিথিরূপে উপস্থিত থাকবেন কল্যাণী কাজী, শ্রীকুমার চট্টোপাধ্যায়, অলক রায়চৌধুরী, রাজেশ্বর ভট্টাচার্য, প্রবুদ্ধ রাহা, সুস্মিতা গোস্বামী, মল্লার ঘোষ প্রমুখ।

ভালবাসার সন্ধানে, শেষ পর্যন্ত

উৎসবের পরিচালক সোমঋতা মল্লিক রেডিওবাংলানেট-কে জনালেন, “বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী সোহাগ পারভেজ়ের নেতৃত্বে আটজন চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে।”

ভারত ও বাংলাদেশের প্রায় ৩০০ শিল্পী দুদিনের এই উৎসবে যোগদান করতে চলেছেন।

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

সমবেত  রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি পরিবেশনায় থাকবেন পতত্রী, রবি মল্লার, রবি ছন্দম, ঐকান্তিক, সুরপিয়াসী, বিষেরবাঁশী, আনন্দধারা ও ছায়ানটের শিল্পীরা। অনুষ্ঠান আরম্ভ হবে দর্পনারায়ণ চট্টোপাধ্যায় পরিচালিত ‘পুনশ্চ’ নিবেদিত অর্ধশত গায়ক গায়িকার সমবেত কণ্ঠে ধ্রুপদাঙ্গের গান পরিবেশনার মাধ্যমে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *