সাইকেল গ্যারেজে পরিণত ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি

RBN Web Desk: সাইকেল রাখার গ্যারেজে পরিণত হলো বিশ্বখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একাংশ। বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত এই বাড়িটি বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিকানাধীন। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সেখানে তৈরী হয়েছে অস্থায়ী সাইকেল রাখার গ্যারেজ।

বাংলাদেশে থাকাকালীন রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়াশোনা করেছিলেন ঋত্বিক। বিশিষ্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজশাহী কলেজ ও মিয়াপাড়া সাধারণ পাঠাগারের প্রাঙ্গনে নাটকও মঞ্চস্থ করেছিলেন তিনি। ছাত্রাবস্থায় একাধিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন ঋত্বিক।

১৯৮৯ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক হুসেইন মহম্মদ এরশাদের আমলে নামমাত্র টাকায় রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজকে লিজ় দেওয়া হয় ঋত্বিকের পৈতৃক বাড়ি। গত তিন দশক ধরে বাড়ির লাগোয়া অংশে উঠে এসেছে নতুন ভবন। এবার খোদ বাড়িরই একটি অংশে তৈরী হচ্ছে সাইকেল গ্যারেজ।

আরও পড়ুন: সৃজিতের ফেলুদা সিরিজ়ে অন্যতম মুখ্য চরিত্রে ঋষি কৌশিক

তবে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সিদ্ধান্তের বিরোধীতা করে ১৩টি সংগঠন ইতিমধ্যেই  রাজশাহীর ডেপুটি কমিশনারের কাছে এই মর্মে এক স্মারকলিপি দিয়েছে। প্রয়োজনে মানববন্ধন কর্মসূচীও পালন করা হবে বলে জানিয়েছেন তাঁরা। অবিলম্বে সবরকম নির্মাণ কাজ বন্ধ করে সেখানে ঋত্বিকের একটি সংগ্রহশালা তৈরীর দাবী করেছে সংগঠনগুলি।

ছবি: ঢাকা ট্রিবিউন

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *