বেঙ্গল পিয়ারলেসের ক্যালেন্ডার প্রকাশে ঊষা উত্থুপের কণ্ঠে নতুন গান
কলকাতা: বেঙ্গল পিয়ারলেসের ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে আজ আশা অডিওর তরফে বিশিষ্ট শিল্পী পদ্মশ্রী ঊষা উত্থুপের গাওয়া দুটি গান মুক্তি পেল। গান দুটি লিখেছেন নির্মাণ সংস্থার কর্ণধার তথা সিইও কেতন সেনগুপ্ত। সুর করেছেন শিলাদিত্য ও সোম। অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রথম গানটির নাম ‘আফ্রিকা আফ্রিকা’। ইংরেজি ও সোয়াহিলি ভাষার মিশ্রণে এই গানটির বিষয় আফ্রিকার জঙ্গল। বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে তৈরি এই গান মানুষ ও পশুদের সহাবস্থান তথা বিশ্বব্যাপী সমতা রক্ষার কথা বলে। সোয়াহিলি ভাষার সুর ও তালের ছোঁয়া রয়েছে এই গানে।
আরও পড়ুন: পারিবারিক ছবিতেই জোর দেবের
অন্য গানটি সৌরভকে নিয়ে ইংরেজি ভাষায় লেখা। গানের কথা ‘দাদা উই লাভ ইউ’। সৌরভের পঞ্চাশ বছরের জন্মদিন উপলক্ষে এই গানটি তাঁকে ভেবে লেখা হয়েছে বলে জানা গেল। সৌরভের কেরিয়ারের ওঠাপড়া, ক্রিকেটকে ঘিরে তাঁর একাধিকবার কামব্যাক করা, তাঁকে নিয়ে মানুষের উন্মাদনা এই সবকিছু নিয়েই এই গান।
তাঁর লেখা দুটি গান সম্পর্কে কেতন জানালেন, “এই অ্যালবামটা অনেকদিন ধরেই আমার করার ইচ্ছে ছিল। আমাদের রিয়াল এস্টেট ডেভলপমেন্ট আমরা চিরকাল প্রকৃতিকে বাঁচিয়েই করতে চেয়েছি। প্রকৃতির সংরক্ষণে বেঙ্গল পিয়ারলেসের একটা ভূমিকা বরাবরই থেকেছে। সেখান থেকেই আফ্রিকার বন্যপ্রাণী নিয়ে তৈরি হয় এই গানটা। আমি বহুদিন ধরে আফ্রিকা যাচ্ছি। ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে আকর্ষিত করেছে বারবার।”
ক্যালেন্ডারের ছবিগুলি প্রতি মাসের বিশেষ কিছু দিন যেমন বন্যপ্রাণী দিবস বা জ়েব্রা ডে, এরকম দিনগুলির কথা মাথায় রেখে করা হয়েছে বলে জানালেন তিনি।
সৌরভকে নিয়ে গান লেখার প্রসঙ্গে কেতন জানালেন, “অনেকদিন আগে সুনীল গাভাস্কারকে নিয়ে একটা ক্যালিপসো গান শুনেছিলাম। তারপর আর কখনও ইংরেজিতে এরকম কিছু শুনিনি। বরং আঞ্চলিক ভাষায় অনেক গান হয়েছে। তাই আমার মনে হলো সৌরভকে নিয়ে ইংরেজিতে এরকম একটা গান তৈরি হলে সেটা সকলে বুঝতে পারবে।”
আশা অডিওর উদ্যোগে সমস্ত ডিজিট্যাল চ্যানেলে শোনা যাবে গান দুটি।