ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক?
RBN Web Desk: তাঁর উচ্চারিত সংলাপ ‘মাসিমা, মালপোয়া খামু’ আজও সমান জনপ্রিয়। তিনিই সম্ভবত একমাত্র ভারতীয় তারকা যাঁর নামে হলিউড ধাঁচে ছবির নামকরণ হতো। একের পর এক ছবিতে দর্শকমহলে হাসির রোল তুলেছেন তিনি। কখনও মাথায় মাটির পুতুলের ঝুড়ি আর ঠোঁটে শ্যামল মিত্রের ‘পুতুল নেবে গো পুতুল’ গান নিয়ে দর্শক-শ্রোতাদের তৃপ্ত করেছেন। তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ ছবিতে একটি সিরিয়াস চরিত্রে নিজের জাত চিনিয়েছেন। তিনি ভানু বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তী এই অভিনেতাকে নিয়ে এবার শুরু হলো বায়োপিক তৈরির তোরজোড়। অন্তত টালিগঞ্জ স্টুডিওপাড়ায় সেরকমই শোনা যাচ্ছে।
‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘৮০তে আসিও না’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘মিস প্রিয়ংবদা’, ‘ভানু পেলো লটারী’ বা ‘ভ্রান্তিবিলাস’-এর মতো অসংখ্য ছবি তাঁর অভিনয়গুণে সমৃদ্ধ। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কমেডি শ্রুতিনাটকের রেকর্ডও ইর্ষণীয় সংখ্যায় বিক্রী হতো।
আরও পড়ুন: হাফপ্যান্ট পরে অভিনয়, কিশোরের প্রস্তাবে সত্যজিতের অট্টহাসি
সূত্রের খবর, প্রযোজনা সংস্থার তরফ থেকে নাকি শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে ভানুর চরিত্রে অভিনয় করার প্রস্তাব গেছে। সংবাদমাধ্যমের তরফ থেকে শাশ্বতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। তবে প্রস্তাব যে তিনি পেয়েছেন সেটা স্বীকার করেছেন।