৬০ বছর পর বড়পর্দায় ‘নায়ক’, উদ্যোগী সৃজিত
RBN Web Desk: বড়পর্দায় ফিরছেন উত্তমকুমার (Uttam Kumar)। এবারেও তাঁকে ফেরাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তবে এবার নিজের ছবিতে নয়, বরং সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ‘নায়ক’ (Nayak) ছবিটি আবারও বড়পর্দায় পুনর্মুক্তির ব্যবস্থা করেছেন সৃজিত। ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল উত্তমকুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত ছবিটি।
গত বছর সৃজিত পরিচালিত ‘অতি উত্তম’ ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল দেখার মতো। সৃজিত বরাবরই উত্তম অনুরক্ত। প্রথম ছবি ‘অটোগ্রাফ’ তিনি তৈরি করেছিলেন ‘নায়ক’ অবলম্বনেই। এরপরেও তাঁর ছবি ‘জাতিস্মর’ ও ‘শাহজাহান রিজেন্সি’ও তৈরি হয়েছে মহানায়কের ছবির গল্পের ছায়া থেকে। এবার সেই ‘নায়ক’কেই আবার বড়পর্দায় আনতে চলেছেন সৃজিত।
গতবছর থেকে শুরু হয়েছে পুরোনো ছবির পুনর্মুক্তি। হিন্দিতে নয়-নয় করে বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এই কয়েকমাসে। তার মধ্যে বেশিরভাগই ভালো ফল করেছে। এই আবহে এবার পুরোনো বাংলা ছবিও দ্বিতীয়বার মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় খড়্গহস্ত দেব, ধ্রুব
কিছুদিন আগে ‘প্রতিদ্বন্দ্বী’র প্রিন্ট পুনরুদ্ধার করে প্রিয়া প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল। এবার ‘নায়ক’ মুক্তি পেতে চলেছে সারা ভারতে। এই ছবির নিবেদকরূপে রয়েছেন সৃজিত। ছবিটি প্রিয়া ও অন্যান্য প্রেক্ষাগৃহে দেখানো হবে। সৃজিত জানিয়েছেন ‘নায়ক’ তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। হৃদয়ের খুব কাছাকাছি থাকে মহানায়কের এই ছবি। তাই সেই ছবিকে আবার ফেরাতে উদ্যোগী হয়েছেন তিনি।
এই উদ্যোগে সঙ্গে রয়েছেন ছবির প্রযোজক আরডি বনশলের কন্যা বর্ষা বনশল এবং প্রিয়া ফিল্মসের কর্ণধার অরিজিৎ দত্তও। ছবি মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন মহানায়কের পরিবারের সদস্যরাও।
২১ তারিখ থেকে প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘নায়ক’।