হাসপাতালে ভর্তি দীপঙ্কর দে
RBN Web Desk: অসুস্থ বিশিষ্ট অভিনেতা দীপঙ্কর দে। গতকাল রাতে হঠাৎই ঘামতে থাকেন তিনি। তাঁকে সঙ্গে-সঙ্গে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী অভিনেত্রী দোলন রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আচমকা রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। দীর্ঘদিন ধরে প্রবীণ অভিনেতা ডায়াবেটিসে আক্রান্ত বলে জানিয়েছেন দোলন।
দীপঙ্কর খুব বেশি বাড়ির বাইরে বেরোন না। কাজও অনেকটাই কমিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই বড়মেয়েকে হারিয়েছেন তিনি। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেতা। মানসিকভাবে এখনও অনেকটাই বিপর্যস্ত তিনি।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
দোলন জানিয়েছেন, দীপঙ্করের বেশ কয়েকটি পরীক্ষা হবে। তবে তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যেই তাঁর স্বামীকে ছেড়ে দেওয়া হবে।
ছবি: ১মিনিট নিউজ়