“আমাদের কিছু হারাবার নেই,” ব্যোমকেশ প্রসঙ্গে বললেন দেব

কলকাতা: সম্ভবত তিনিই এই মুহূর্তে বাংলা ছবির একমাত্র তারকা যিনি খুব সহজেই বলতে পারেন, “ছবিতে আমি ছাড়া যাঁরা অভিনয় করেছেন তাঁরা প্রত্যেকেই অসাধারণ। একমাত্র ব্যোমকেশকেই দেখলে হয়তো মনে হবে এটা আরও ভালো হতে পারত। তবে আমার বিশ্বাস আমার সহঅভিনেতারা আমার সেই খুঁত ঢেকে দেবেন।” বাংলা ছবির নতুন ব্যোমকেশ বক্সী দেব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে বিরসা দাশগুপ্তের ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির টিজ়ার প্রকাশিত হলো গতকাল। দেব ছাড়াও ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য, রুক্মিণী মৈত্র, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য। 

“এ গল্পে রহস্য তো আছেই, ব্যোমকেশও আছে। তবে সবথেকে বেশি যেটা আছে সেটা হলো একটা আলাদা আঙ্গিক,” বললেন দেব। “এতবড় রেঞ্জের একটা গল্প, অনেকটা ‘চাঁদের পাহাড়’-এর মতো। এতে এত কিছু আছে যে আমরা ঠিক করলাম ছবিটা এমন করে তৈরি করব যেন কোথাও আপোষ করতে না হয়। ছবিটা যখন প্রথম ঘোষণা হলো তখন মানুষ এমন সব প্রতিক্রিয়া দিয়েছিল যে আমাদের মনোবল ভাঙতে-ভাঙতে একেবারে তলানিতে চলে গিয়েছিল। তবে যেটা ছিল সেটা হলো সাহস। তখন আমাদের কিছু হারাবার ছিল না। ভাবলাম, চেষ্টা করে দেখাই যাক না।”

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে অভিনেতা চূড়ান্ত?

ব্যোমকেশের অন্য কোনও গল্প থেকে ছবি হলে তিনি অভিনয় করতে রাজি হতেন না বলে জানালেন দেব। “‘দুর্গরহস্য’ ব্যোমকেশের সবচেয়ে বড় স্কেলের আর সবথেকে জনপ্রিয় গল্প। এটা যদি কোনও চার দেওয়ালের ভেতরের ব্যোমকেশ কাহিনি হতো আমি সত্যিই রাজি হতাম না। আমার নিজেরই খুব কনফিউশন ছিল। আমি এরকম অবস্থায় শুভেন্দুদাকে (দাসমুন্সী) জিজ্ঞাসা করি যে কী করব। উনি বললেন, এটা কি ‘দুর্গরহস্য’? যদি হয় তাহলে চোখ বুজে হ্যাঁ বলে দাও। এরপরে আমি আর কিছু ভাবিনি। যখন করব বলে ভেবেছি, তখন এমন একটা ছবি করব যেটা নিজের ভালো লাগবে, দর্শকও মনে রাখবেন। ভবিষ্যত কী বলবে জানি না। তবে এই মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করা হলে বলব আমি এই একটাই ব্যোমকেশ করেছি, আর কোনও ব্যোমকেশের ছবি করার ইচ্ছে আমার নেই।” 

কিছু হারাবার

টিম ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’

ছবির কাস্টিং নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন বিরসা ও দেব। সেই প্রসঙ্গে দেব জানালেন, “অজিতের ভূমিকায় অম্বরীশকে নেওয়ার সিদ্ধান্তে বিরাট ঝড় বয়ে গিয়েছিল। তবে ওর মতো অভিনেতা এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। কোথাও লেখা নেই অজিতকে কেমন দেখতে, বা তার উচ্চতা এই ছিল। তাই এই ঝুঁকিটা আমি নিয়েছিলাম, কারণ ওর ওপর আমার ভরসা আছে। কাস্টিং নিয়ে আমি আর বিরসা প্রচুর আলোচনা করেছি। যেহেতু এই ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে তাই কাস্টিং খুবই চ্যালেঞ্জিং ছিল। অভিজ্ঞ অভিনেতারা যেমন আছেন, তেমনই ছোট-ছোট চরিত্রেও নতুন অভিনেতারা রয়েছেন যাঁরা খুব ভালো কাজ করেছেন। এটাই প্রথম ব্যোমকেশের ছবি যার জন্য এতগুলো লোকেশনে, কখনও মধ্যপ্রদেশে, কখনও ঝাড়খন্ডে, কখনও বোলপুরে ঘুরে-ঘুরে শ্যুট করা হয়েছে।” 

আরও পড়ুন: ‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?

ছবি করার আগে ব্যোমকেশকে কতটা চিনতেন দেব? 

“সত্যি বলতে কী আমি খুব একটা সাহিত্য পড়িনি,” অকপট স্বীকারোক্তি তাঁর। “আমি যেমন বাংলা খুব ভালো বলতে পারি না তেমন বাংলায় পড়াশোনাও কম করেছি। তবু ছবি করার সময় চরিত্রটাকে খুব ভালো করে বুঝেছি। আমার আগে অনেক কিংবদন্তি অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন। সেসব তো নিশ্চয়ই দেখেছি। তবে বইতে যেভাবে ব্যোমকেশকে বর্ণনা করা হয়েছে আমি সেটা দেখেই নিজের মতো করে চরিত্রটা গড়ে নিয়েছি। তাই এই ব্যোমকেশ অন্য কারও মতো নয়, আমার নিজের মতো।”

ছবির চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু দাসমুন্সী, সম্পাদনায় আছেন সুমিত চৌধুরী। চিত্রগ্রহণ করেছেন শুভঙ্কর ভড়। ছবিতে সুরারোপ করেছেন দীপ্তার্ক বোস।

১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *