বিরাট দায়িত্ব মনে করছেন সুমন, অর্ণ, কিঞ্জল
RBN Web Desk: বলা হয়েছিল রাইটার্স বিল্ডিংসে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে। দেশের সংবাদমাধ্যম এই মর্মেই সেদিনের স্বাধীনতা সংগ্রামী কার্যকলাপকে বর্ণনা করেছিল। যদিও আজকের দিনের সন্ত্রাসবাদের সঙ্গে সেদিনের সেই অভিযানের কোনও তুলনাই হয় না। সেদিন তিন তরুণের উদ্দেশ্য ছিল বহু বছর ধরে ভারতবর্ষে নিজেদের শাসন কায়েম করে বসে থাকা ব্রিটিশরাজের শান্তির ঘুম নষ্ট করা। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত বাঘা-বাঘা পুলিশ অফিসারদের চোখকে ফাঁকি দিয়ে রাইটার্সে ঢুকে পৌঁছে যান লেফটেন্যান্ট কর্নেল সিম্পসনের ঘরে। স্বাধীনতা বিপ্লবের এই রোমহর্ষক ঘটনা নিয়ে পরিচালক অরুণ রায় তৈরি করতে চলেছেন তাঁর আগামী ছবি ‘৮/১২’। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন সুমন বোস (রেমো),অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, অনুষ্কা চক্রবর্তী ও বিপাশা সাহা।
কিঞ্জল এই ছবিতে থাকবেন বিনয়ের ভূমিকায়। দ্বিতীয় ছবিতেই এরকম একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি জানালেন, “এই চরিত্রটার যে তাৎপর্য, আমার মতো নতুন একজনের পক্ষে তা বহন করা সত্যিই কঠিন। বিনয়ের চরিত্রে যে ঋজুতা, দেশপ্রেম ও জেদ রয়েছে সেটা সম্পর্কে নতুন করে জানছি। এটা বলতে পারি দেশপ্রেম নিয়ে বাংলায় এরকম ছবি খুব বেশি হয়নি। আমার আগের ছবির চরিত্র হীরালালের থেকে বিনয়কে যাতে সব দিক থেকে আলাদা করা যায় সেই চেষ্টাটা অবশ্যই থাকবে।”
আড়ও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস
কী ধরণের প্রস্তুতি নিচ্ছেন কিঞ্জল ছবিটার জন্য? “আমাদের তিনজনকেই ফিটনেস বাড়াতে হবে। অরুণদা কিছু তথ্য দিয়েছেন, এছাড়াও ওয়ার্কশপ করতে হবে। তবে সবকিছুর পরে আসল কথা হলো ওই মুডটা। বিনয়ের চরিত্রে ঢুকে যাওয়ার যে কাজটা সেটা তো আর কেউ করে দেবে না। সেটা আমাকেই করতে হবে,” বললেন কিঞ্জল।
বাদলের চরিত্রে রয়েছেন অর্ণ। কতটা জানতেন তিনি আগে বাদল সম্পর্কে? “যেভাবে সকলে স্কুলে ইতিহাস পড়ে জেনেছে, ঠিক ততটাই,” বললেন অর্ণ। “তবে এই যে সুইসাইড স্কোয়াডের একজন হয়ে কাজ করার মনস্তত্ত্ব, আগামী প্রজন্মের জন্য ভেবে নিজের জীবন দেওয়া, এই ভাবনাটা নিয়ে এখন যত পড়ছি তত বেশি অনুভব করছি। পরবর্তীকালে সন্ত্রাসবাদীরা যেভাবে কাজ করেছে, সেই প্যাটার্নটা এক হলেও এঁরা কিন্তু তা ছিলেন না। এঁরা ছিলেন অগ্নিযুগের বিপ্লবী। এই সময়ে দাঁড়িয়ে সেই বাদলের সাইকোলজিটা ধরতে পারা সহজ নয়। সেই সময়ের ইতিহাস নিয়ে পড়াশোনা তো করছিই। অরুণদার সঙ্গে আলোচনাও করছি। এগুলোর মধ্যে দিয়ে যতটুকু বাদল হয়ে ওঠা যায়, সেই চেষ্টাটা করে যাব।”
প্রথমবার কোনও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সুমন। জানালেন, তাঁকে দেখে যতটা ছোট মনে হয় তিনি আসলে ততটা ছোট নন। “তবে সত্যিই বিশাল বড় চ্যালেঞ্জ,” বললেন সুমন। “আসলে এটা তো যে কোনও একটা চরিত্র নয়। এটা দীনেশ গুপ্তর মতো চরিত্র। আমার কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার।”
দীনেশকে নিয়ে পড়াশোনা করছেন বলে জানালেন সুমন। বিনয় ও বাদলকে নিয়েও করছেন। “এঁদের জানতে হলে তিনজনকেই একসঙ্গে জানতে হবে,” বললেন সমুন। “ইতিহাসটা জানার পাশাপাশি সেই সময়ের নিরিখে এই ছেলেগুলোর জেদটা বুঝতে চাইছি। এদের বোঝার কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে তবে ক্যামেরা চালু হলে চরিত্রটার ভেতরে ঢোকার চেষ্টা করতে পারব।”
তবে বিনয়, বাদল, দীনেশের মতো চরিত্রে অভিনয় করা যে বিরাট দায়িত্ব সেটা মেনে নিচ্ছেন তিন অভিনেতাই।
ছবির নাম অনুযায়ী ৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘৮/১২’।