ফের বড় পর্দায় সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী, মুক্তি শীঘ্রই
RBN Web Desk: ডান্স বারে কর্মরত রিয়াকে বাধ্য হয়ে এক একদিন বেশি রাত অবধি ক্লায়েন্টকে খুশি করার জন্য কর্মস্থলে থেকে যেতে হয়। বাড়িতে অকর্মণ্য স্বামী ও ছোট্ট মেয়ে মৌকে দেখাশোনার দায়িত্ব একা তারই কাঁধে। নিরুপায় রিয়া এরকমই এক রাতে বার থেকে বেরিয়ে পরিচিত কিছু ছেলের হাতে নিগৃহীত হয়। রিয়াকে লিফট দেওয়ার নামে তারা ধর্ষণ করে তাকে। স্বামীর অমতেই রিয়া পুলিশের কাছে যায়, কিন্তু সুবিচার পায় না। আদালতে গিয়েও মামলা হেরে যায় রিয়া।
এদিকে খোদ কলকাতার অভিজাত পার্ক স্ট্রিট এলাকার ওপর এই ঘটনায় নড়েচড়ে বসে মিডিয়া। খবরের কাগজে এই ঘটনার খবর পড়ে শহরের বিখ্যাত আইনজীবী সমীরণ সেন স্থির করেন যে তিনি রিয়ার হয়ে মামলা লড়বেন। স্ত্রী উর্মি ও বছর দশকের ছেলেকে নিয়ে সমীরণের সুখের সংসার। স্বামী গর্বে গরবিনী উর্মি আগাগোড়াই পাশে থাকে সমীরণের।
আরও পড়ুন: নকল করে বড় শিল্পী হওয়া যায় না, রানু প্রসঙ্গে মন্তব্য লতার
তারপর কি হয়? বিনা পারিশ্রমিকে মামলা লড়ে সমীরণ কি রিয়াকে তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবে? নাকি পরাজয় স্বীকার করতে হবে তাকে? স্বামীকে নিয়ে উর্মির গর্ব কি শেষ অবধি টিকে থাকবে?
এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের একই নামের কাহিনী অবলম্বনে পরিচালক তমাল দাশগুপ্ত নিয়ে আসছেন তাঁর পরবর্তী ছবি ‘ভালো মেয়ে খারাপ মেয়ে’। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত ও শিলাজিৎ মজুমদার।
১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।