রাহুল আছেন জেনে প্যানিক করে গিয়েছিলাম: বাঁধন
RBN Web Desk: প্রথমবার কোনও ভারতীয় পরিচালকের সঙ্গে কাজ করলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মোহম্মদ নাজ়িম উদ্দিনের জনপ্রিয় থ্রিলার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামের ওয়েব সিরিজ় পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্র মুসকান জ়ুবেরির ভূমিকায় অভিনয় করছেন বাঁধন।
“মুসকানের চরিত্রটির জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি,” সম্প্রতি সংবাদমাধ্যমকে বললেন বাঁধন। “আমি একজন পরিশ্রমী অভিনেতা তাই এক্ষেত্রেও আমি সেটাই করেছি। সবচেয়ে বড় কথা এই সিরিজ়ের প্রায় সকলেই ভারতীয় অভিনেতা। আমিই একমাত্র বাংলাদেশের। তাই আমার কাছে এই কাজটা কিছুটা শক্ত হলেও শুটিংয়ে কোনও সমস্যাই হয়নি। অন্যান্য অভিনেতারা আমাকে একবারের জন্যও বুঝতে দেননি যে আমি এখানে নতুন কাজ করতে এসেছি।”
আরও পড়ুন: ভালোবাসার গানে হরিহরণ, বিক্রম
সৃজিতের সঙ্গে কাজ করা সম্পর্কে বাঁধন বললেন, “মুসকানের মতো একটা চরিত্র যে আমি করতে পারব সেই বিশ্বাস আমার ছিল না। সৃজিত শুরু থেকে একটাই কথা বলেছেন যে তিনি মুসকান হিসেবে আমাকেই দেখতে পান। এই কথাটা আমাকে অনেক সাহস দিয়েছে কাজ করার সময়। তবে সৃজিতের ধমকও খেয়েছি অনেক।”
সৃজিতের এই সিরিজ়ে এক সিবিআই অফিসারের ভূমিকায় রয়েছেন রাহুল বোস। তাঁর অভিনীত চরিত্রটির নাম নিরুপম চন্দ।
“রাহুলের সঙ্গে অভিনয় করতে হবে জেনে এতটাই প্যানিক করে গিয়েছিলাম যে চিত্রনাট্য বিছানার পাশে নিয়ে ঘুমোতে পর্যন্ত গিয়েছি,” বললেন বাঁধন। “ওনার মতো একজন বড়মাপের অভিনেতার সঙ্গে কীভাবে কাজ করব বুঝতে পারছিলাম না। কিন্তু শুটিং সেটে আমি রাহুল বোসকে পাইনি, নিরুপম চন্দকে পেয়েছি। এক মুহূর্তের জন্যও বুঝতে দেননি যে তিনি ‘রাহুল বোস’,” জানালেন বাঁধন।
এই সিরিজ়টির একটি গুরুত্বপূর্ণ চরিত্র আতর আলির ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ যে তাঁর অন্যতম প্রিয় ভারতীয় অভিনেতা একথাও জানালেন বাঁধন। এছাড়া ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অঞ্জন দত্ত ও অনির্বাণ চক্রবর্তী।
ছবি: গার্গী মজুমদার