ফিরছে পুপে ও গোরা
RBN Web Desk: ফিরতে চলেছে পুপে ও গোরা। লকডাউনের একঘেয়েমি কাটাতে প্রায় সবকটি বিনোদনমূলক চ্যানেল ফিরিয়ে আনছে তাদের জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিক। ২০১০-এ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে বাঙালি পেয়েছিল ‘গানের ওপারে’। সেই তুমুল জনপ্রিয় ধারাবাহিকটি এবার ফিরতে চলেছে সেই একই চ্যানেলে।
মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, অনিন্দিতা বোস, ইন্দ্রাশিস রায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য ও বিশ্বজিত চক্রবর্তী অভিনীত এই ধারাবাহিক ছিল জনপ্রিয়তার তুঙ্গে। রবীন্দ্রভাবনায় উদ্বুদ্ধ এই ধারাবাহিকে ছিল আধুনিক চেতনার স্পর্শ। নবাগত মিমি-অর্জুন-গৌরবের পাশাপাশি এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেও।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
গোঁড়া রক্ষণশীল পরিবারের মেয়ে সোহিনী ওরফে পুপে (মিমি) বিশ্বাস করে রবীন্দ্রনাথ সনাতন। অপরদিকে গোরার (অর্জুন) কাছে রবীন্দ্রনাথ হলেন আধুনিকতার প্রতিমূর্তি। দুজনের মতাদর্শ আলাদা হলেও গোরার বোহেমিয়ান জীবনের সঙ্গে মিশে যায় পুপে। এদের মাঝে এসে পরে প্রদীপ্ত (গৌরব)। শুরু হয় এক ত্রিকোণ প্রেমের গল্প।
পুরোনো ধারাবাহিক পুনঃসম্প্রচার শুরু হওয়ার পর বহু মানুষের দাবী ছিল ‘গানের ওপারে’ ফিরিয়ে আনা হোক। সেই দাবী মেনেই ৬ এপ্রিল থেকে প্রতিদিন বিকাল ৫টায় স্টার জলসায় দেখা যাবে এই ধারাবাহিক।