মায়ের খোঁজে দৃষ্টিহীন চিত্রকর, মুক্তি পেল ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এর ট্রেলার
কলকাতা: দৃষ্টিহীন চিত্রকর ইমানুয়েল। ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না সে। দৃষ্টিশক্তি না থাকলেও, কানে শুনে ছবি আঁকতে পারে ইমানুয়েল। ছোট্ট এই ছেলেটির সবসময়ের সঙ্গী তার মা। কিন্তু সেই মাকেই একদিন হারিয়ে ফেলে সে। মাকে খুঁজতে শহরে এসে এক শিশু যৌনচক্রের শিকার হয় ইমানুয়েল। তাকে সেখান থেকে উদ্ধার করে জেরেল।
শেষ পর্যন্ত ইমানুয়েল তার মাকে খুঁজে পায় কি না, সেটাই দেখা যাবে পরিচালক সত্যজিত দাসের ছবি ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এ। এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাশেদ রহমান ও সায়ন্তি চট্টরাজ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীলাঞ্জনা রুদ্র, শ্রীলা ত্রিপাঠি, সুরজিৎ চৌধুরী, সুরজিৎ মাইতি, সাহেব হালদার ও বিশ্বজিৎ ঘোষ। আজ শহরে মুক্তি পেল ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এর সঙ্গীত ও ট্রেলার।
“শুধু শব্দ শুনে ছবি আঁকতে পারার মতো এই বিরল ক্ষমতা পৃথিবীতে মাত্র দশজন মানুষের আছে,” জানালেন সত্যজিত। “এটা জানার পর থেকেই ভাবছিলাম, এরকম কোনও মানুষকে বিষয় করে যদি ছবি করা যায়। তারপর গল্পটা মাথায় এল আর ছবি করার সিদ্ধান্ত নিলাম।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবিতে ইমানুয়েলের ভূমিকায় দেখা যাবে রাশেদকে। এটিই তাঁর প্রথম ছবি। এই চরিত্রে অভিনয় করা নিয়ে রেডিওবাংলানেট-কে রাশেদ জানালেন, “আমি হামেশাই লোকাল ট্রেনে যাতায়াত করি। বহু দৃষ্টিহীন মানুষকে দেখেছি আর পাঁচজনের মতোই ট্রেন ব্যবহার করতে। নিজেদের মতো করে তাঁরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। আমি তাঁদের চলাফেরা, কথা বলার ভঙ্গি লক্ষ্য করেছি। এরকমও হয়েছে যে ট্রেন থেকে নেমে এক দৃষ্টিহীন মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে অনেকটা দূর গিয়ে আমাকে ম্যাপ দেখে বাড়ি ফিরতে হয়। তাছাড়া আমার বাড়ির কাছেই দৃষ্টিহীনদের একটা স্কুল আছে। সেখানেও গেছি আমি। সত্যজিতদার ছবিতে অভিনয় করার সময় এই অভিজ্ঞতাগুলো খুব কাজে লেগেছে।”
আরও পড়ুন: নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এ জেরেলের চরিত্রে থাকছেন সায়ন্তি। বাবা মা মারা যাওয়ার পর জেরেল তার ঠাকুমার সঙ্গেই থাকে। ঘটনাচক্রে ইমানুয়েলের সঙ্গে দেখা হয় জেরেলের। দুজনের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। “একটা সময়ের পর ইমানুয়েলকে ঘিরেই আবর্তিত হতে থাকে জেরেলের জীবন,” জানালেন সায়ন্তি। “ইমানুয়েলের সমস্ত চাওয়া পাওয়ার সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলে এই মেয়েটি। ইমানুয়েলের একাকীত্ব, মা হারিয়ে যাওয়ার দুঃখ, এসবই বুঝতে পারে জেরেল কারণ সে নিজে একা।”
‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ দাশগুপ্ত। তিনটি গান থাকছে ছবিতে। রাজদীপ ছাড়াও এই ছবিতে গান গেয়েছেন পায়েল কুণ্ডু।
আগামী মাসে মুক্তি পেতে চলেছে ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’।