খেতে আসছেন না রবীন্দ্রনাথ, নতুন থ্রিলারে সৃজিত
RBN Web Desk: গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশ মিলিয়ে থ্রিলার পাঠকদের মুখে-মুখে ঘুরেছে মহম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র নাম। মুশকান জুবেরি, নুরে ছফার মতো চরিত্ররা পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন পাঠকদের মনে। সেই রুদ্ধশ্বাস থ্রিলারেই এবার হাত দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এক জনপ্রিয় ওয়েব মাধ্যমে দেখা যাবে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’।
অনেকদিন ধরেই এই উপন্যাসটির চলচ্চিত্রায়ণ নিয়ে কথাবার্তা চলছিল। পরিচালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই নিয়ে কলকাতা ও ঢাকায় বেশ কয়েকটি বৈঠকও হয়। অবশেষে দীর্ঘ আলাপ-আলোচনার পর সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
দুই বাংলার শিল্পীদেরই দেখা যাবে এই সিরিজ়ে। মুশকান জুবেরির ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এর আগে মুশকানের ভূমিকায় জয়া আহসানের নাম ভাবা হলেও কিছু সমস্যার দরুণ এই চরিত্রে দেখা যাবে পরীমনিকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন চঞ্চল চৌধুরী, মোশারফ হোসেন ও অনির্বাণ ভট্টাচার্য।
এর আগে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘ভিঞ্চিদা’ এবং ‘দ্বিতীয় পুরষ’-এর মতো বক্স অফিস সফল থ্রিলার পরিচালনা করেছেন সৃজিত। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘ফেলুদা ফেরত’ সিরিজ়টিও। তবে ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ের কাজ শেষ হলে তবেই তিনি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ শুরু করবেন বলে মনে করা হচ্ছে।