ফের জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা-সোহম
কলকাতা: ‘আমার আপনজন’ ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার ও সোহম চক্রবর্তী। রাজীব বিশ্বাসের আগামী ছবি ‘প্রতিঘাত’-এর প্রধান চরিত্রে দেখা যাবে এই দুজনকে। সোহম ও প্রিয়াঙ্কা ছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দর্শনা বণিক ও সুপ্রিয় দত্ত।
আদ্যন্ত প্রেমের ছবি ‘প্রতিঘাত’, যেখানে স্থানীয় রাজনীতি ও প্রতিশোধের প্রসঙ্গও উঠে আসবে। ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘সুলতান’ এর পর আবার এই ছবিতে প্রিয়াঙ্কা থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। বলা যায় এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রটিই গল্পের মূল প্রতিপাদ্য।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
‘প্রতিঘাত’-এর কাজ শুরু হয়েছে ৩ জুন থেকে। ছবির আউটডোর হিসেবে পরিচালক বেছে নিয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। এই মাসের শেষেই সেখানে কাজ শুরু হওয়ার কথা।
‘প্রতিঘাত’ নিয়ে বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানালেন, “খুব ভালো লাগছে, আবারও সোহমের সঙ্গে ছবি করছি। দুজনে আবার একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম এই ছবিতে। শ্যুটিং সবে শুরু হয়েছে। বেশ মজা করেই কাজ চলছে।”