বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্র প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্র। পরিবারের তরফে তাঁর অন্ত্যেষ্টির পর জানানো হয় মৃত্য সংবাদ। শাঁওলি মিত্রের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা নাট্য জগৎ। আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় আজ রাতেই।
শাঁওলি মিত্র একটি ইচ্ছাপত্র তৈরি করেছিলেন। সেখানেই তিনি জানিয়ে যান, তাঁর মৃত্যুর খবর যেন শেষকৃত্যের পর সকলকে জানানো হয়। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছে তাঁর পরিবার।
আরও পড়ুন: বিলুপ্তির পথে টোটো, ঢাকায় রাজাদিত্যর নতুন তথ্যচিত্র
দীর্ঘ অভিনয় জীবনে ‘বিতত বিতংস’, ‘নাথবতী অনাথবৎ’, ‘একটি রাজনৈতিক হত্যা’র মতো বহু মঞ্চসফল নাটকে অভিনয় করেছিলেন তিনি। ২০০৩ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান শাঁওলি। পদ্মশ্রী পুরস্কার পান ২০০৯ সালে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান ২০১২ সালে।