দারোগার দপ্তরে দেখা করতে আসছেন জয়া ও টোটা
RBN Web Desk: দারোগার দপ্তরে দেখা করতে আসছেন জয়া আহসান ও টোটা রায়চৌধুরী। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ নিয়ে ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন অরিন্দম শীল। এই সিরিজ়ের ৭৮ নম্বর গল্পটি নিয়ে কাজ করবেন তিনি। এই গল্পে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় থাকছেন জয়া আহসান।
১৮০০ থেকে ১৯০০ শতকের মধ্যে, পেশায় পুলিশ প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা ‘দারোগার দপ্তর’ এক সময়ের অতি জনপ্রিয় একটি সিরিজ়। সেই সময়ের গল্পে ত্রৈলোক্য তারিণী নামে একজন মহিলা সিরিয়াল কিলার একের পর এক খুন করে চলে। সেই চরিত্র নিয়ে কাজ করতে গিয়ে অরিন্দমের প্রথমেই জয়ার নামই মাথায় আসে বলে জানালেন তিনি।
পৌষমেলা পরিচালনার দায়িত্ব ছেড়ে দিল বিশ্বভারতী
‘ত্রৈলোক্য’ নামের এই ওয়েব সিরিজ়টি বাংলা ও হিন্দী দুই ভাষাতেই দেখা যাবে এবং ভারত সহ বাংলাদেশেও সম্প্রচারিত হবে। গল্পের মূল চরিত্র ত্রৈলোক্যর একজন সঙ্গীও আছে। প্রায় নিজেকে অদৃশ্য রেখে একের পর এক অপরাধ করে যাওয়া কালীবাবুর চরিত্রে কে থাকছেন তা অবশ্য এখনও জানা যায়নি। তবে গোয়েন্দা প্রিয়নাথের ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, যিনি ত্রৈলোক্যর কাহিনী নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করেন।
উল্লেখ্য, বাংলা ছবিতে জয়াকে প্রথম দেখা যায় অরিন্দমের ‘আবর্ত’ ছবিতে। সেখানেও তার সহশিল্পী ছিলেন টোটা। আগামী দুর্গাপুজোর আগেই ‘ত্রৈলোক্য’ শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।