আবারও দ্বৈত চরিত্রে টেলিভিশনে মনামী
RBN Web Desk: আবারও দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এতদিন ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। এবারে ইরাবতীর মেয়ে আরুশীর চরিত্রেও দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকে ইরাবতীর স্বামী আকাশের ভূমিকায় রয়েছেন সৈয়দ আরেফিন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, শুভ্রজিৎ দত্ত ও সুচন্দ্রা চৌধুরী।
এতদিন আরুশীর চরিত্রে অভিনয় করছিলেন কর্তিসা ভট্টাচার্য। তবে ‘ইরাবতীর চুপকথা’য় এবার পাল্টে যাচ্ছে ট্র্যাক। কাহিনীর সময়কাল এক ধাক্কায় এগিয়ে যাবে অনেকগুলো বছর। অনেক ছোট বয়সে হারিয়ে যাওয়া ছোট্ট আরুশীকে ফিরে পেতে চলেছে আকাশ-ইরাবতী। তবে আরুশীর এখন এক অন্ধকার জগতে বাস। সেখান থেকে তাকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নতুন লড়াই শুরু করবে ইরাবতী।
আরও পড়ুন: লতার কোলে ভবিষ্যতের তারকা, স্মৃতিতে ডুব দিলেন গায়িকাও
এর আগে ‘বিন্নি ধানের খই’ ধারাবাহিকেও দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন মনামী। সেই ধারাবাহিকে মা মোহর ও মেয়ে লীনার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
ছবি: রাজীব মুখোপাধ্যায়