‘ঠাকুমার ঝুলি’র নতুন গল্পে প্রত্যুষা পাল
RBN Web Desk: জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ঠাকুমার ঝুলি’র এক নতুন গল্পে অভিনয় করতে চলেছেন প্রত্যুষা পাল। ‘মধুমালা’ গল্পের নাম ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এই গল্পের শ্যুটিংও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ প্রত্যুষা। এর আগে ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকে লক্ষ্মীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও প্রত্যুষা অভিনয় করেছেন ‘তবু মনে রেখো’, ‘কানামাছি’ ও ‘রেশম ঝাঁপি’র মত বিপুল জনপ্রিয় মেগা-ধারাবাহিকে।
‘ঠাকুমার ঝুলি’র নাম ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত। গল্পের সূত্রধর তিনিই।
ফের সত্যান্বেষী যীশু সেনগুপ্ত
মূলত ছোটদের জন্য নির্মিত হলেও ‘ঠাকুমার ঝুলি’র বড়দেরও ভালো লাগছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমকে প্রত্যুষা জানালেন, তাঁর উপস্থিতি সীমিত পর্বের হলেও, এই ধারাবাহিকে কাজ করতে পেরে তাঁর ভালোই লাগছে।