ছোট পর্দায় সিরাজউদ্দৌলা?
RBN Web Desk: ছোট পর্দায় এবার সম্ভবত আসতে চলেছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবন কাহিনী। টালিগঞ্জের স্টুডিয়োপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।
সূত্রের খবর, এই ধারাবাহিক নিয়ে গবেষণার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বেশ কিছু অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে কথাও না কি হয়ে গেছে প্রযোজনা সংস্থার। সিরাজের বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম ঘসেটি বেগমের চরিত্রে দেখা যেতে পারে টেলিভিশনের পরিচিত মুখ চান্দ্রেয়ী ঘোষ-কে। ঘসেটি বেগম সম্পর্কে ছিলেন সিরাজের মাসি।
কিন্তু সিরাজ ও তার বেগম লুৎফুন্নিসার চরিত্রে কারা অভিনয় করবেন?
একান্ত প্রয়োজন ছাড়া ছবিতে গানের কোনও দরকার নেই: রূপঙ্কর
সূত্রের দাবী, প্রযোজনা সংস্থা চাইছে এই দুটি চরিত্রে নতুন মুখ নিতে। যদিও চ্যানেল কর্তৃপক্ষের ইচ্ছা সিরাজের মত জোরদার একটি চরিত্রে প্রতিষ্ঠিত কোনও অভিনেতাকে নেওয়া হোক। বড় পর্দার কয়েকজন অভিনেতার কাছেও তাই এই ব্যাপারে প্রস্তাব গেছে বলে সূত্রের খবর। তবে ১৭৫৭ সালে সিরাজ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বিরুদ্ধে পলাশীর যুদ্ধে পরাজিত হন, তখন তার বয়স ছিল মাত্র ২৩। তাই বেশি বয়সের কোনও অভিনেতার সিরাজের ভূমিকায় অভিনয় করার সম্ভাবনা নেই, সূত্রের খবর।
সিরাজের ব্যক্তিগত জীবনও যথেষ্ট রোমহর্ষক। তাই সব মিলিয়ে এক জমাটি ধারাবাহিক আশা করতেই পারেন বাংলার দর্শক।