ফের সত্যান্বেষী যীশু সেনগুপ্ত
RBN Web Desk: সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভূমিকায় ফের অভিনয় করতে চলেছেন যীশু সেনগুপ্ত । সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, বাঙালির অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অবলম্বনে এর আগে তিনটি ছবিতে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন যীশু। অঞ্জন দত্তর পরিচালনায় ‘ব্যোমকেশ বক্সী’ (২০১৫), ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ (২০১৬), ও ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ (২০১৭) ছবিতে সত্যান্বেষীর চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে।
এরপর ব্যোমকেশকে নিয়ে আর কোনও ছবি করেননি অঞ্জন, যদিও অরিন্দম শীলের পরিচালনায় শরদিন্দুর ‘রক্তের দাগ’ কাহিনী অবলম্বনে ‘ব্যোমকেশ গোত্র’ (২০১৮) ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
স্থিরচিত্রে অপেক্ষার গল্প বলবে ‘অ্যাওয়েটিং’
তবে এবারের ছবিটি পরিচালনা করছেন না অঞ্জন। শোনা যাচ্ছে কৌস্তুভ রায়ের সংস্থার প্রযোজনায়, ব্যোমকেশের অসমাপ্ত কাহিনী ‘বিশুপাল বধ’ অবলম্বনে এই ছবিটি পরিচালনা করবেন ইন্দ্রনীল ঘোষ। আর এই ছবিতেই ব্যোমকেশ হিসেবে প্রত্যাবর্তন ঘটতে চলেছে যীশুর।
শরদিন্দু, তাঁর মৃত্যুর মাস ছয়েক আগে লিখতে শুরু করেন ‘বিশুপাল বধ’ কাহিনীটি। ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মারা যান শরদিন্দু। কাহিনীর অসমাপ্ত অংশটি পরে শেষ করেন নারায়ণ সান্যাল।