পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিংহ
RBN Web Desk: সঙ্গীতে অসামান্য অবদানের জন্য এবছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সঙ্গিতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। এবছর ১১৩ জন পেতে চলেছেন এই সম্মান। বাংলা ও হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছন অরিজিৎ।
এর আগে ২০১৯ সালে তাঁর প্রথম জাতীয় পুরস্কারটি পান এই গায়ক। পদ্মাবত ছবিতে বিনতে দিল গানটির জন্য এ পুরস্কার পান তিনি। এ ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
আরও পড়ুন: ভিন্টেজ ওয়াইনের স্বাদ দেবে অপর্ণা-অঞ্জন জুটি, দাবি পরমব্রতর
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ। ২০০৫ সালে একটি টেলিভিশন রিয়্যালিটি শো-তে প্রথমবার নজরে আসেন অরিজিৎ। কাজ করেছেন প্রায় সব প্রথম শ্রেণীর সঙ্গীত পরিচালকের সঙ্গে। বিদেশেও একাধিক শো করেছেন তিনি।
অরিজিতের পদ্মশ্রী পাওয়াতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাংলার সঙ্গীত মহল।