৪৩ বছর পর আবারও বড় পর্দায় ‘দত্তা’, প্রকাশিত হলো লুক সেট ও শুটিংয়ের ছবি
RBN Web Desk: প্রথম প্রকাশের ১০০ বছর পর আবারও বড় পর্দায় আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘দত্তা’। এর আগে ১৯৫১ ও ১৯৭৬ সালে এই উপন্যাস অবলম্বনে মুক্তি পেয়েছিল একই নামের দুটি ছবি। ১৯৭৬ সালের ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ ও উৎপল দত্ত।
এবারে পরিচালক নির্মল চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায় আসছে ‘দত্তা’। এটিই তাঁর প্রথম ছবি। ‘দত্তা’র তিন মুখ্য চরিত্র বিজয়া, নরেন ও বিলাসবিহারীর ভূমিকায় থাকছেন যথাক্রমে ঋতুপর্ণা সেনগুপ্ত, জয় সেনগুপ্ত ও সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া রাসবিহারীর চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে ও নলিনীর ভূমিকায় থাকছেন দেবলীনা কুমার। প্রদীপ মুখোপাধ্যায়কে দেখা যাবে দয়াল আচার্যর চরিত্রে।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়, পোশাক পরিকল্পনা ও লুক সেটের দায়িত্বে রয়েছেন সাবর্নী দাস। সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার, শিল্প নির্দেশনায় সম্রাট চন্দ্র। চিত্রগহণ ও সম্পাদনার দায়িত্ব সামলেছেন যথাক্রমে মৃন্ময় মন্ডল ও মলয় লাহা।
ছবির কিছু অংশের শুটিং আগে বোলপুরে হয়ে গিয়ে থাকলেও, বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদের পরিবর্তে পরে সাহেবকে নেওয়া হয়। দ্বিতীয়বার বোলপুরে গিয়ে একই অংশের শুটিং খরচসাপেক্ষ, তাই তা কলকাতার কাছাকাছি কোথাও করা হবে বলে জানালেন পরিচালক। ডিসেম্বরেই সম্পূর্ণ হবে ছবির শুটিং।
লুক সেট ও শুটিংয়ের কিছু ছবি রইল রেডিওবাংলানেট-এর পাতায়।
জয় সেনগুপ্ত, নির্মল চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবলীনা কুমার