ভালোবাসার যোগসূত্র নিয়ে ‘ডায়ালিং’
RBN Web Desk: রূপকথার গল্পে পায়রার পায়ে প্রেমপত্র বেঁধে দেওয়া হতো। এক রাজ্যের রাজকুমারীর সঙ্গে ভিনদেশের রাজপুত্রের ভালোবাসার যোগসূত্র ছিল সাদা পায়রা। যুগ আধুনিক হয়েছে, আর তাই প্রেমের জন্য বন্ধুবান্ধবদের মাধ্যমে চিঠির আদান-প্রদানের যুগ কাটিয়ে এখন সবার হাতেই মোবাইল ফোন।
প্রেমের সঙ্গে মোবাইল ফোনের নিবিড় সম্পর্কের গল্প ‘ডায়ালিং’ নিয়ে হাজির হলেন পরিচালক সায়ন বসু চৌধুরী। “যে কোনও দরকারেই যোগাযোগ রাখাটা খুব জরুরী, রেডিওবাংলানেট-কে বললেন সায়ন। “এই লকডাউনের মধ্যে মোবাইল ফোনের গুরুত্ব আরও বেশি করে বুঝতে পারছি আমরা। এই বিষয় নিয়ে ছবি করার বহুদিন ধরে ইচ্ছে ছিল। লকডাউনের মধ্যেই সেটা সেরে ফেললাম।”
সায়নের গল্পে দুটি ভিন্ন বয়সের যুগলকে দেখানো হয়েছে। একটি যুগল স্কুলপড়ুয়া যাদের যোগাযোগ বলতে মায়ের ফোন। তারা সুযোগ খোঁজে কখন সবার নজর এড়িয়ে কথা বলবে। অন্য যুগল বিবাহিত। কিন্তু কর্মসূত্রে স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হয়। তাই দুজনে নিজেদের কাজ শেষ একে অপরের ফোনের অপেক্ষায় থাকে।
আরও পড়ুন: শর্মিলার কণ্ঠে ‘ভারততীর্থ’, আমফান ত্রাণে অভিনব কনসার্টে তারকার সমাবেশ
“এই দুই যুগল একজনই হতে পারে আবার নাও হতে পারে। হয়তো কেউ ভাববেন তাদের ছোটবেলাটাই এখানে দেখানো হয়েছে। এই ছবিতে আমি সেটার ব্যাখা করিনি। আমি শুধু জানাতে চেয়েছি যে কোনও বয়সেই হোক না কেন, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ রাখাটা ভীষণ জরুরি,” বললেন সায়ন।
‘ডায়ালিং’-এর কাহিনী এবং চিত্রনাট্যও সায়নের। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবাঞ্জলি লিলি, কৃশানু দাশগুপ্ত, কাব্য কাশ্যপ ও রাশেদ রহমান। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সায়ক নাগ।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ডায়ালিং’।
বিনোদন জগতের সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল