ব্যোমকেশের পাল্টা চালে ফেলুদার চরিত্রে হয়তো আবির
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কেই। ৫ নভেম্বর এই সিরিজ়টি ঘোষণা করেন সৃজিত এবং জানান যে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাঠমান্ডুতে’ গল্প দুটি নিয়ে কাজ করতে চলেছেন তিনি। ডিসেম্বরে এই সিরিজ়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক, দেখা যাবে একটি জনপ্রিয় ওয়েব মাধ্যমে।
সৃজিত এও জানিয়েছিলেন যে ফেলুদার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর পছন্দের তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী ও ইন্দ্রনীল সেনগুপ্ত। ৭ নভেম্বর সকালে তিনি টুইট করে ফেলুভক্তদের কাছে জানতে চান যে এই চার অভিনেতার মধ্যে কাকে তাঁরা ফেলুদা হিসেবে দেখতে পছন্দ করবেন।
সৃজিতের সৃষ্ট পোলে শুরু থেকেই আবির এবং অনির্বাণ এগিয়ে ছিলেন। এই দুজনের মধ্যে প্রথম স্থানে ছিলেন আবির।
আরও পড়ুন: নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কিন্তু অনির্বাণের ফেলদুা হওয়ার সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিয়েছে অন্য একটি প্রযোজনা সংস্থা। সেই সংস্থার একটি জনপ্রিয় ওয়েব সিরিজ়ে অনির্বাণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশের বক্সীর চরিত্রে অভিনয় করছেন গত দু’বছর ধরে। সংস্থাটির সঙ্গে অনির্বাণের চুক্তি অনুযায়ী, ব্যোমকেশ চরিত্রে অভিনয় করার সময় তিনি আর অন্য কোনও গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে পারবেন না। সৃজিত অবশ্য ফেলুভক্তদের জানিয়েছিলেন এই চুক্তির কথা।
সৃজিত তাঁর পোল তৈরি করার পরপরই সেই প্রযোজনা সংস্থাটির কর্ণধার টুইট করে জানিয়ে দেন যে তাঁরা ‘ব্যোমকেশ ফেরত’ নামক ওয়েব সিরিজ় শুরু করতে চলেছেন শীঘ্রই। এটা হবে এই সিরিজ়ের পাঁচ নম্বর সিজ়ন। এই সিরিজ়ে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে আবারও দেখা যাবে অনির্বাণকে। তবে ‘ব্যোমকেশ ফেরত’ সিরিজ়ের এই পাল্টা ঘোষণাকে সৃজিত মজার ছলেই গ্রহণ করেছেন।
WICKED!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 https://t.co/M9UbSn3WsN
— Srijit Mukherji (@srijitspeaketh) November 7, 2019
তাই ওয়াকিবহাল মহলের ধারণা, ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ে ফেলুদার চরিত্রে আবিরের নাম ঘোষণা হয়তো শুধু সময়ের অপেক্ষা।
ছবি: অর্ক গোস্বামী