মধুবনি, গন্দ, কলমকারির সম্ভার নিয়ে এলেন সত্য পল

কলকাতা: শাড়ির প্রতি ভারতীয় নারীদের ভালোলাগা ও ভালোবাসা যুগ যুগ ধরে বহমান। শাড়ি পরতে ভালোবাসেন না এমন মহিলা খুঁজে পাওয়া বিরল। সেই ভালোবাসকেই নিবিড় ও প্রগাঢ় করতে অভিনব উদ্যোগ নিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজ়াইনার সত্য পল। তাঁর ডিজ়াইনে নতুন চমক দিয়ে হাজির করলেন ‘দ্য অটম উইন্টার ২০১৯-২০’ সম্ভার।

মূলত গন্দ, কলমকারি, ও মধুবনি, এই তিন ধরণের শাড়ির ওপর সত্য পল ফুটিয়ে তুলেছেন হাতে আঁকা অনবদ্য এক একটি নকশার বাহার। জর্জেট, সাটিন, ক্রেপ, সিল্ক লিনেন, বেনারসী, মুগা এ সবকিছুই স্থান পেয়েছে সত্য পলের সম্ভারে।

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে সত্য পলের এই সীমিত সম্ভার সামনে এল সাধারণ মানুষের। শুধুমাত্র শাড়ি কিনলেই তো আর হয় না, সেই শাড়ি অত্যাধুনিক স্টাইলে পরে সবার নজর কাড়াও দরকার। অত্যন্ত কম সময়ে এবং খুব বেশি আনুষঙ্গিক উপকরণ ছাড়া কিভাবে একটি শাড়ি পরা যায় তা দেখালেন পিঙ্কি কেনওয়ার্দী। “আমি নিজে ভীষণ শাড়ি পরতে ভালোবাসি। সময় কম থাকলে বা হাতের কাছে উপযুক্ত আনুষঙ্গিক পাওয়া না গেলে, একটা সামান্য টপ বা ফ্রকের ওপরেই একটি শাড়ি পরে সবার থেকে আলাদা হওয়া যায়,” জানালেন পিঙ্কি। শুধুমাত্র ধ্রুপদী নয়, শাড়িকে ব্যবহার করা যায় আধুনিক পোশাকের মতোই, এমনটাই অভিমত তাঁর।

তবে শুধু শাড়িই নয়, এর সঙ্গে পালাজ়ো, স্কার্ফ, শাল এসবও থাকছে সত্য পলের এই সম্ভারে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *