মুক্তি পিছোল অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত ‘মির্জ়া’র
RBN Web Desk: অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত ছবি ‘মির্জ়া’র মুক্তি পিছোল। ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। একদিন পিছিয়ে সুমিত-সাহিল পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১১ এপ্রিল। ‘মির্জ়া’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক ও শান্তিলাল মুখোপাধ্যায়।
লোকসভা ভোটের কারণে বহু ছবির মুক্তি পিছিয়েছে। তবে অঙ্কুশ আগেই জানিয়েছিলেন, তাঁর ছবি ভোটের আগেই মুক্তি পাবে। অভিনয়ের পাশাপাশি ‘মির্জ়া’ (Mirza) প্রযোজনাও করেছেন তিনি। তবে অঙ্কুশ এবার জানিয়েছেন, দর্শক ১০ এপ্রিল ঈদ উদযাপনে ব্যস্ত থাকবেন। সেদিন প্রেক্ষাগৃহে খুব একটা কেউ যাবেন না। সে কারণেই তিনি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ডুংরুতেই ভরসা রাখছেন সন্দীপ রায়
উল্লেখ্য, ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে অজয় দেবগন (Ajay Devgn), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ও অমর্ত্য রায় (Amartya Roy) অভিনীত ‘ময়দান’ (Maidaan)। একই দিনে আসছে অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফ (Tiger Shroff) জুটির ছবি ‘বড়ে মিঞা ছোট মিঞা’ (Bade Miyan Chote Miyan)। মুম্বইয়ের দুটি বড় বাজেটের ছবির বেশিরভাগ শো বিকেলের পরে। অঙ্কুশ একেবারে সকাল থেকেই ‘মির্জা’র শো চান। সে কারণেই একদিন পরে ছবিটি প্রেক্ষাগৃহে আনছেন তিনি।
ছবি: RBN আর্কাইভ