আবারও এক ফ্রেমে আরিফিন-ঋতুপর্ণা
RBN Web Desk: সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল পরিচালক রঞ্জন ঘোষের ‘আহা রে’ ছবিতে। একজন শেফের চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। অন্যদিকে এক গৃহবধূর চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আবারও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন এই জুটি, পরিচালক আলমগীরের পরবর্তী ছবি ‘একটি সিনেমার গল্প’তে। আলমগীর নিজেও এই ছবিতে অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
‘একটি সিনেমার গল্প’টা কি নিয়ে?
চলচ্চিত্র জগতের আলো ঝলমলে দুনিয়া থেকে সাধারণ মানুষের বাস অনেক দূরে। তাই এই জগতের নক্ষত্র ও তাঁদের ব্যক্তিগত জীবনের নানান জানা অজানা গল্প নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অপরিসীম। কিন্ত নক্ষত্রের মত উজ্জ্বল জীবনের গল্প আর তাঁদের মতো করে বাঁচার মধ্যে ফারাক বিস্তর। অনেক যন্ত্রণা দুঃখ কষ্ট লুকিয়ে একজন অভিনেতা বা অভিনেত্রীর মেকআপে ঢাকা হাসিটাই ধরা পড়ে ক্যামেরার সামনে। এরকমই এক তারকার জীবনে এক ত্রিকোণ সম্পর্কের বিষয় নিয়েই তৈরি হয়েছে ‘একটি সিনেমার গল্প’।
আরও পড়ুন: নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কবিতা (ঋতুপর্ণা) এমনই একজন প্রখ্যাত বাংলা চলচ্চিত্রের নায়িকা। জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে সে আজ প্রতিষ্ঠিত। তার ব্যক্তিগত জীবনের প্রথম ও প্রধান জটিলতার কেন্দ্রে রয়েছে তার মাদকাসক্ত বাবা। বাড়িতে বাবার সঙ্গে মনোমালিন্য বাড়তে থাকে কবিতার। এদিকে ছবির শ্যুটিং করতে গিয়ে কবিতা দুর্বল হয়ে পড়ে ছবির পরিচালক আকাশের (আলমগীর) প্রতি। কিন্তু ঘোরতর সংসারী আকাশ দিনের শেষে নিজের স্ত্রী ও সন্তানের কাছে ফিরতেই পছন্দ করে। নায়িকার অভিনয়ের জন্য আকাশ তাকে পছন্দ করলেও, তার এই পাগলামিকে কোনওভাবেই প্রশয় দেয় না সে। কিন্তু আকাশের প্রেমে পাগল কবিতা এসব মানতে চায় না।
অন্যদিকে সহঅভিনেতা সজীব (আরিফিন) কবিতাকে ভালোবাসলেও, সে তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু ব্যতীত অন্য কিছু ভাবতে পারে না।
২৯ নভেম্বর কলকাতায় মুক্তি পেতে চলেছে ‘একটি সিনেমার গল্প’। এর আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি।