নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

RBN Web Desk: এবছর নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি। ৮ নভেম্বর থেকে শুরু হবে এই উৎসব। আজ কলকাতায় তারই ঘোষণায় উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তী, টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক।

কমিটির তরফ থেকে জানানো হলো নন্দন ১, ২ ও ৩ ছাড়াও এবারের চলচ্চিত্র উৎসবের ছবি দেখা যাবে আইনক্স সিটি সেন্টার ১, নিউ এম্পায়ার, রবীন্দ্র সদন, বিজলি, শিশির মঞ্চ, নবীনা, অজন্তা, প্রিয়া, মিনার, পিভিআর অবনি, নেতাজী ইনডোর স্টেডিয়াম, নজরুল তীর্থ, রবীন্দ্র ওকাকুরা ভবন এবং চলচ্চিত্র শতবর্ষ ভবনে।   

আরও পড়ুন: স্বঘোষিত বৈজ্ঞানিক কেসি পাল এবার ছবির পর্দায়, মুক্তি পেল ট্রেলার

উৎসবের সূচনার দিন উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রাখি গুলজ়ার, গৌতম ঘোষ, জয়া বচ্চন, মহেশ ভাট ও  অ্যান্ডি ম্যাকডোয়েল।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে শুরু হবে এবারের চলচ্চিত্র উৎসব।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *