প্রযুক্তির বিড়ম্বনা, আসছে ‘ভুবনবাবুর স্মার্টফোন’

RBN Web Desk: গত কুড়ি বছরে প্রযুক্তির অগ্রগতি মানুষকে এগিয়ে দিয়েছে অনেকটা। সেই প্রযুক্তির কল্যাণে আজ অধিকাংশ মানুষের হাতে উঠে এসেছে স্মার্টফোন। একা একটা ফোন মানুষকে এতরকম সুবিধা এনে দিয়েছে যে জীবনযাত্রার একাধিক প্রয়োজন মিটে যায় হাতে একটা স্মার্টফোন থাকলেই। তবে শুধুই কি সুবিধা? প্রযুক্তির অভিশাপও কি জড়িয়ে নেই এর সঙ্গে? এই বিষয় নিয়েই আসছে প্রণবেশ চন্দ্রের ছবি ‘ভুবনবাবুর স্মার্টফোন’। ছবির কাহিনীকার শান্তনু বসু, নামভূমিকায় থাকছেন চিন্তা মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, সিদ্ধার্থ ঘোষ, চন্দ্রনিভ মুখোপাধ্যায়, পত্রালি চট্টোপাধ্যায়, ছন্দা চট্টোপাধ্যায়, দেবরঞ্জন নাগ ও সন্দীপ দে।

ছবিতে এক মধ্যবয়স্ক কেরানীর চরিত্রে অভিনয় করেছেন চিন্তা। ধুতি পাঞ্জাবি পরে অফিস যাওয়া ভুবনবাবুর এক রেডিও আর টাইপরাইটার ছাড়া প্রযুক্তির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এ হেন ভুবনকে স্মার্টফোন নিতে বাধ্য করে তার অফিসের বস রাতুল সরকার (ঈশান)। কস্মিনকালেও এসব জিনিস ব্যবহার না করা আনাড়ি ভুবনবাবুর জীবনে স্মার্টফোন কোন বিড়ম্বনার সৃষ্টি করে সেটাই দেখা যাবে ছবিতে। 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

ছবিতে এক হাইটেক চোর কৃপাসিন্ধু সরখেলের ভূমিকায় রয়েছেন পরাণ। স্মার্টফোনের ভালো ও খারাপ দিক নিয়ে বলতে গিয়ে তিনি জানালেন, “বিজ্ঞান তো মানুষের জীবনে আশীর্বাদ। কিন্তু তার ব্যবহার নির্ভর করে মানুষের ওপর। তাই একদিকে যেমন স্মার্টফোন অনেক উপকারে আসছে, তেমনই আবার রাতারাতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। আমি নিজে দেখেছি একই ঘরে চারটি ছেলে বসে রয়েছে কেউ একে অপরের সঙ্গে কথা বলছে না। জিজ্ঞাসা করে দেখা গেল তারা কথা বলছে কিন্তু সেটা ওই ফোনের মাধ্যমেই। অর্থাৎ মোবাইলে কথা বলাই যথেষ্ট, মুখোমুখি বসার প্রয়োজন নেই।”

মানুষের মধ্যে কথাবার্তা, ভাবের আদান প্রদান, মজা, ঠাট্টা, হাসি সবই কমে যাচ্ছে বলে মনে করেন পরাণ। এই ধরনের নানা ঘটনার কথাই উঠে আসবে ছবিতে বলে জানালেন তিনি।

আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

চিন্তা পেশায় মঞ্চ শিল্পী। চল্লিশ বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন। এটি তাঁর প্রথম ছবি। “একেবারেই আলাদা ধরনের একটা গল্প নিয়ে তৈরি এই ছবি। কাহিনী সত্যিই অভিনব। আমার মনে হয় দর্শকরা আনন্দ পাবেন,” বললেন তিনি। 

ছবিতে দারোগা ভুজঙ্গ দত্তের ভূমিকায় অভিনয় করেছেন খরাজ। চিন্তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে বাংলা ছবি এক নতুন অভিনেতাকে খুঁজে পাবে বলে মনে করেন তিনি। 

২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুবনবাবুর স্মার্টফোন’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *