চলে গেলেন ‘জন অরণ্য’র সোমনাথ
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী ছাড়াও রেখে গেলেন দুই ছেলেমেয়েকে। কিছুদিন ধরেই দমদমের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফুসফুসের সংক্রমণের কারণে ২২ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় প্রদীপবাবুকে। অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় গতকাল তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিছুদিন আগে পরিচালক নির্মল চক্রবর্তীর ‘দত্তা’ ছবির শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর আগে দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য ‘ ছবিতে সোমনাথের চরিত্র দিয়ে অভিনয়ের শুরু। এরপর অসংখ্য ছবিতে কাজ করেছেন। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়ের মতো পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সতী’, ‘দূরত্ব’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘দহন’ ও ‘গোরস্থানে সাবধান’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়