এবার ঢাকায় ‘ঝরা পালক’
RBN Web Desk: ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো শায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ঝরা পালক—দ্য এপিলোগ’ ছবিটি। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে ছবিটি দেখানো হবে। জীবনানন্দ দাশের জীবনের নানা ঘটনা নিয়ে তৈরি এই ছবিতে কবির দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দোপাধ্যায় ও ব্রাত্য বসু। কবিপত্নী লাবণ্যপ্রভার ভূমিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, বিপ্লব বন্দোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শ্রীলা মজুমদার, পদ্মনাভ দাশগুপ্ত, সুদীপ্ত চট্টোপাধ্যায় ও পবন কানোরিয়া।
জীবদ্দশায় মাত্র সাতটি কাব্যগ্রন্থ স্বেচ্ছায় প্রকাশ করেছিলেন জীবনানন্দ। তাঁর মৃত্যুর পর ২১টি উপন্যাস ও ১০৮টি ছোট গল্পের খোঁজ পাওয়া যায় যা তিনি নিজে প্রকাশ করতে চাননি। সাহিত্য সমালোচকদের অনেকের মতেই জীবনানন্দ রচিত ‘মাল্যবান’ উপন্যাসের মাল্যবান ও উৎপলার জীবনের কাহিনী কবির নিজের বিবাহিত জীবনের প্রতিচ্ছবি। শায়ন্তনের এই ছবি মূলত ‘মাল্যবান’ উপন্যাস নিয়েই। উল্লেখ্য, জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘ঝরা পালক’।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত এই ছবি জীবনানন্দের জীবনের সরাসরি ন্যারেটিভ নয়। তাঁর সৃষ্ট দুই চরিত্র সুরঞ্জনা ও সোমেন এই ছবিতে জীবনানন্দ ও লাবণ্যপ্রভার চরিত্রের প্রতীকীরূপে ঘুরে ফিরে আসে। সোমেন ও সুরঞ্জনার চরিত্রেও অভিনয় করেছেন ব্রাত্য ও জয়া।
২০১৭ সালে ছবির শুটিং শুরু হলেও পরবর্তীতে করোনা অতিমারি ও অন্যান্য কারণে পিছিয়ে গিয়ে অবশেষে এ বছর জুন মাসে মুক্তি পায় ছবিটি।