ফেব্রুয়ারিতে ফ্লোরে পরমব্রতর নতুন ছবি

RBN Web Desk: ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘বারুদ ও আদালত’-এর শুটিং। স্বাধীনতা দিবস তথা বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিনে এই ছবি ঘোষণা করা হয়। ঐতিহাসিক আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভূমিকা নিয়ে তৈরি হবে এই ছবি। তবে চিত্তরঞ্জন ও অরবিন্দ ঘোষের চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।

নাম থেকেই স্পষ্ট স্বাধীনতা সংগ্রামের এক বহুচর্চিত অধ্যায় তুলে ধরা হবে এই ছবিতে। ছবির জন্য গবেষণা করছেন ও চিত্রনাট্য লিখছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।

আরও পড়ুন: নিরাপদ বিষয় বাছেন না ইন্দ্রদীপ, বললেন ঋদ্ধি

স্বাধীনতা আন্দোলন নিয়ে আরও একটি ছবি আসতে চলেছে আগামী বছর। অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘা যতীন’-এর নামভূমিকায় অভিনয় করবেন দেব।

ইতিমধ্যে তাঁর পরবর্তী ছবি ‘বৌদি ক্যান্টিন’-এর শুটিং শেষ করে ফেলেছেন পরমব্রত। এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও সোহম চক্রবর্তী। ছবিটি পুজোয় মুক্তি পাবে।

ছবি: গার্গী মজুমদার




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *