মহানগরীতে আবার ফিরল ‘মহানগর’

RBN Web Desk: ৬১ বছর পর আবারও কলকাতায় ফিরল ‘মহানগর’ (Mahanagar)। সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ছবিটি আবারও কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সাম্প্রতিক কালে বেশ কিছু ছবিকে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ছবি মুক্তির সময় প্রচারের অভাব অথবা অন্যান্য নানা কারণে কিছু ছবি সঠিক ব্যবসা পায় না। পরে টেলিভিশনে বা ডিজিটাল মাধ্যমে সেই ছবি দেখার প্রবল চাহিদা দেখা যায় দর্শকের মধ্যে। তাছাড়া পছন্দের ছবি মোবাইলের পর্দায় না দেখে বড়পর্দাতেই দেখতে বেশি পছন্দ করছে এই প্রজন্মের অনেকে।

এই ভাবনা থেকেই কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur), ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ (Rehnaa Hai Terre Dil Mein), ‘লায়লা মজনু’ (Laila Majnu), ‘তুম্বড’ (Tumbbad), ‘বীর জ়রা’ (Veer-Zaara) এবং ‘শোলে’ (Sholay)। দ্বিতীয়বার মুক্তি পেয়ে বক্স অফিসে অবিশ্বাস্য ভালো ফল করেছে কোনও ছবি, এমন নজিরও মিলছে। একইভাবে বাংলায় কিছুদিনের মধ্যে আবারও মুক্তি পেতে চলেছে ‘চাঁদের পাহাড়’ (Chander Pahar) ছবিটি। 

আরও পড়ুন: অজয়, অক্ষয়দের সঙ্গে এবার সলমনও?

এই আবহে দক্ষিণ কলকাতার নবীনা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাদাকালো যুগের ক্লাসিক ছবি ‘মহানগর’। ১৯৬৩ সালে মুক্তি পেয়েছিল মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) ও অনিল চট্টোপাধ্যায় (Anil Chatterjee) অভিনীত ছবিটি। ষাটের দশকের কলকাতা এবং সে যুগের নিরিখে বাঙালি মহিলাদের কর্মসংস্থান ও সামাজিক অবস্থানকে স্পষ্ট করেছিল ছবিটি। তারপর কেটে গেছে দীর্ঘ ছয় দশক। ঘরে বাইরে শহরের বদল ঘটেছে অনেকটাই। সে যুগের ক্লাসিক ছবিকে আবারও ফিরে দেখতে চাইছে এই প্রজন্ম।

সেই যুগের প্রগতিশীল নারীর দৃষ্টিভঙ্গিকে এই যুগের নতুন প্রজন্ম জানুক চিনুক এমনটাই চাইছেন নবীনার মালিক নবীন চোখানি। নতুন প্রবণতাকে অনুসরণ করে পুনঃমুক্তির জেরে আর কোন ক্লাসিক ছবি উপহার পাবে মহানগরীর দর্শক, সেটাই এখন দেখার। 

ছবি: আইএমডিবি




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *