বিচ্ছেদ হলেও বন্ধুত্বটা থাকবেই, দাবি মানিনীর

RBN Web Desk: মিহির মিশ্রর সঙ্গে তাঁর বিয়ে ভাঙলেও বন্ধুত্বটা থাকবেই, এমনটাই দাবি করলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানিনী দে। ২০০৪ সালে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন মিহির ও মানিনী। লকডাউনের মাঝেই শেষ হলো ১৬ বছেরর দাম্পত্য জীবন। এটি মানিনীর দ্বিতীয় বিয়ে। গত ছ’মাস ধরে তিনি মুম্বইয়ে তাঁর প্রথম পক্ষের মেয়ের সঙ্গে থাকছেন। মিহির পুণেতে তাঁর মা-বাবার সঙ্গে রয়েছেন।

সংবাদমাধ্যমকে মানিনী জানালেন যে বিচ্ছেদের পেছনে রয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত কারণ। তবে তিনি তাঁর ও মিহিরের সম্পর্কটাকে খুবই শ্রদ্ধা করেন। দুজনেই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবুও শেষপর্যন্ত সবকিছু তাঁদের হাতে ছিল না।

আরও পড়ুন: খেতে আসছেন না রবীন্দ্রনাথ, নতুন থ্রিলারে সৃজিত

‘জস্‌সি জ্যায়সি কোই নহি’, ‘সাথিয়া’, ‘রং বদলতি ওড়নি’, ‘দিয়া ঔর বাতি হম’-এর মত সুপারহিট ধারাবাহিকে অভিনয় করেছেন মানিনী। বড়পর্দায় কাজ করেছেন রাকেশ রোশন, মধুর ভান্ডরকরের মতো পরিচালকদের সঙ্গে।

মানিনীর দাবি, তিনি ও মিহির প্রথমে বন্ধু, তারপর স্বামী-স্ত্রী। তাঁদের মধ্যে বন্ধুত্ব এখনও টিকে রয়েছে। কোনওভাবেই এই বন্ধুত্বকে তাঁরা নষ্ট হতে দেবেন না।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *