আসছে ‘বিরহী ২’
RBN Web Desk: সরকারী এক স্কুলে চাকরি নিয়ে বিরহী গ্রামে এসেছিল কৃষ্ণকান্ত। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। নতুন জায়গায় চাকরি আর সঙ্গে অদ্ভুত সেই গ্রামের কাহিনী নিয়ে ‘বিরহী’ সিরিজ় বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। এবার প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় আসছে সেই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন, ‘বিরহী ২’। অভিনয়ে থাকছেন সায়ন ঘোষ, শতাক্ষি নন্দী, অনুরাধা মুখোপাধ্যায়, অমিত সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য, দীপক হালদার, সোহম মৈত্র।
এবারের পর্বে চেনা চরিত্ররাই যেন অচেনা এক বিরহীর গল্প বলবেন। বদলি বাতিল হয়ে যাওয়ায় রাধা আর কৃষ্ণকে হয়তো আবার হাবা ও বাবার জগতে ফিরে যেতে হবে। এদিকে ট্যাপা আর জমিদার কোথায় কেউ জানে না। তারা কি অন্য কোথাও চলে গেছে, নাকি তারা আবারও ফিরবে?
আরও পড়ুন: বোধনেই ‘অভিমান’
প্রদীপ্ত জানালেন, “’বিরহী’ নিয়ে আমরা দর্শকদের কাছে চমৎকার প্রতিক্রিয়া পেয়েছি। অনেক আলোচনা হয়েছে এই সিরিজ় নিয়ে। এবারের গল্পে গত পর্বের ধারাবাহিকতা কিছুটা থাকবে। তবে গল্প এবার একটু অন্য ট্র্যাকে যাবে। আশা করছি এবারেও দর্শকের ভালো লাগবে। আমরা আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”
২৩ ডিসেম্বর উরিবাবা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বিরহী ২’।