ভয় পাওয়াই ভালো, ‘ছেলে’কে বললেন কাজল
RBN Web Desk: ইদানিং বেছে ছবি করছেন তিনি। চিত্রনাট্য পছন্দ না হলে তিনি পত্রপাঠ না বলে দেন। ঠিক তেমনটাই করেছিলেন ‘সালাম বেঙ্কি’র ক্ষেত্রে। এই ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কাজল। রেবতী মেনন পরিচালিত এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশাল জেঠবা, কমল সদানা, অহনা কুমরা ও রাহুল বসু।
শ্রীকান্ত মূর্তির ‘দ্য লাস্ট হুরে’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য লিখেছেন রেবতী। ছবির গল্প ষোলো বছরের বেঙ্কটেশ ওরফে বেঙ্কিকে ঘিরে। ডাচেস মাসকুলার ডিসট্রফি নামক এক বিরল রোগে আক্রান্ত বেঙ্কি (বিশাল)। তার আয়ু বেশিদিন নয়, এ কথা জানে তার মা সুজাতা (কাজল)। এরই মাঝে উঠে আসে শ্লীলতাহানির অভিযোগ।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
এরকম একটি টানটান, হৃদয়স্পর্শী ছবি করতে প্রথমে রাজি হননি কেন? “আমি নিজে দুই সন্তানের মা। ভেবেছিলাম, এ ধরণের একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি আমি করতে পারব না। গল্প শুনে আমার ছেলের মুখ ভেসে ওঠে চোখের সামনে। রেবতী ম্যাডামকে বলেছিলাম, আমি ওঁর কাজের ভীষণ ভক্ত। সেই ‘ফির মিলেঙ্গে’ থেকেই ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা। তবু এই ছবিটি আমি কিছুতেই করতে পারব না। এখানেই বোধহয় সুজাতা আর কাজল একাকার হয়ে যায়। আসলে আমরা প্রত্যেকেই তো মা!”
অবশ্য এর কারণে কোনওভাবেই মনঃক্ষুণ্ণ হননি রেবতী। তাঁর কথায়, “আমি কাজলকে বলেছিলাম সে যেন আমাকে একটু সময় দেয়। আগে অন্তত একবার চিত্রনাট্য শুনুক, তারপর যেন সিদ্ধান্ত নেয়। সম্পূর্ণ চিত্রনাট্য শুনে কাজল কিছুক্ষণ চুপ করে থেকে কাজটা করতে রাজি হয়ে যায়।”
তবে বিশাল আপাতত বেশ চিন্তিত রয়েছেন বলে জানালেন। “‘মর্দানি’ ছবিতে রানি (মুখোপাধ্যায়) ম্যাডামের হাতে আমার যা হাল হয়েছিল, সেই থেকে মুখোপাধ্যায় পরিবারকে আমি সমীহ করে চলি। অবশ্য এই ছবিতে সুজাতা মা বলেই বেঙ্কি তাকে খুব একটা ভয় পায় না। তবু ক্যামেরার বাইরে কাজল ম্যাডামকে আমি বেশ ভয় পাই,” বললেন বিশাল। তাতে অবশ্য কাজলের বক্তব্য, “ভয় পাওয়াই ভালো।”
খুব বেশি ছবি না করলেও এখনই অভিনয় থেকে বিরতি নিতে চান না কাজল। ‘হেলিকপ্টার ইলা’ বা ‘ত্রিভঙ্গ’-এর মতো কিছু ছবিতে তাঁকে আজকাল বেশি দেখা যায়। তাহলে কি নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে কাজ করতে বেশি ইচ্ছুক তিনি?
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
“না, সেরকম কোনও ব্যাপার নেই। আজকাল খুব বেছে কাজ করি। আর আমি নায়িকা ছিলাম, এখনও নায়িকাই আছি। এছাড়া আমার অর্থনৈতিক অবস্থা বুঝেই আমি ছবির চিত্রনাট্য শুনে না বলার সিদ্ধান্ত নিতে পারি,” অকপটে জানালেন কাজল। অর্থাৎ শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ছবি করতে নারাজ তিনি।
৯ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সালাম বেঙ্কি’।