অনুরাগ কশ্যপের ছবিতে ঋদ্ধি সেন?
RBN Web Desk: বাংলা ছবিকে “ঘটিয়া” বললেও তাঁর ছবিতে বাঙালি অভিনেতা নিতে কোনও আপত্তি করছেন না পরিচালক অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। অন্তত ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে অনুরাগের ছবিতে অভিনয় করতে চলেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)।
এর আগেও হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন ঋদ্ধি। ২০১৮ সালে প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে কাজলের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
আরও পড়ুন: নতুন থ্রিলারে দেবলীনা, দেবরাজ, ঋত্বিকা
সম্প্রতি ববি দেওল ও সানিয়া মালহোত্রকে নিয়ে মুম্বইতে একটি নতুন ছবির কাজ শুরু করেছেন অনুরাগ। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। শোনা যাচ্ছে সেই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধিকে।
সাম্প্রতিককালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা নিয়মিত বাংলার বাইরে কাজ করছেন। সেই তালিকায় নবতম সংযোজন হতে পারেন ঋদ্ধি।