একা থাকার ভয় নিয়ে সুদীপার ‘সুটকেস’
RBN Web Desk: এক অতিমারীর গ্রাসে গোটা পৃথিবী। সবাই যখন কোনও আজানা আতঙ্কের কবলে, ঠিক সেই সময় এক শহুরে দম্পতি তাদের সুটকেস গোছাতে ব্যস্ত। এখন থেকে তাদের চলার পথ আলাদা। এদিকে মা-বাবাকে সুটকেস গোছাতে দেখে একা থাকার ভয়ে তাদের ছোট্ট মেয়ে হিয়া প্রশ্ন করে, ‘আর আমি?’ সে তো মা, বাবা দুজনের সঙ্গেই থাকতে চায়। হিয়া কি পারবে তার মা-বাবাকে এক করতে?
‘লকডাউন ডায়েরি’ সিরিজ়ে এবারের গল্প সুদীপা চট্টোপাধ্যায়ের ‘সুটকেস’। প্রথমদিকে সব বিধিনিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মোবাইল ক্যামেরার সাহায্যে শুট করে ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই সিরিজ়ের সম্প্রচার। নিউ নরম্যালের সঙ্গে তাল মিলিয়ে টেলিভিশনের শুটিং শুরু হওয়ার পরেও ‘লকডাউন ডায়েরি’র সম্প্রচার বন্ধ করা হয়নি। নতুন নিয়মে আলাদা করে হয়েছে ‘সুটকেস’-এর শুটিং।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
‘সুটকেস’-এ হিয়ার চরিত্রে অভিনয় করেছে ‘আলোছায়া’ ধারাবাহিক খ্যাত হিয়া দে। অন্যান্য চরিত্রে রয়েছেন কৌশিক সেন, দেবলীনা দত্ত, চান্দ্রেয়ী ঘোষ, বিপ্লব চট্টোপাধ্যায় ও অলকানন্দা রায়।
জ়ি বাংলায় আজ বিকেল ৪.০০ ও রাত ১০.৩০টায় দেখা যাবে ‘সুটকেস’।