আবৃত্তির নতুন আঙ্গিকে সামাজিক সমস্যাকে তুলে ধরবে পল্লবের ‘কবিতাবাড়ি’

কলকাতা: বলা হয়, সাহিত্যের শ্রেষ্ঠতম সৃষ্টি হলো কবিতা। সেই কবিতা কীভাবে সর্বসাধারণকে ছুঁতে পারে সে বিষয়ে নানান ভাবনাচিন্তা আগেও হয়েছে, এখনও হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা ধর্ষণতন্ত্র, ধর্ম সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গিয়ে কবিতা কি হাতিয়ার হয়ে উঠতে পারে কখনও? কত দিগন্ত ভালোবাসা পেলে ধ্বংস হতে পারে হিংসা ও অত্যাচারের শাসন?

এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র কবিতাই। এই বিশ্বাসকে সম্বল করে আগামীকাল রবীন্দ্র সদনে ‘কবিতাবাড়ি’ নিয়ে আসছে দলগত আবৃত্তির এক নতুন আঙ্গিক। পরিচালনায় থাকছেন কণ্ঠশিল্পী পল্লব কীর্তনীয়া।

রেডিওবাংলানেট-কে পল্লব জানালেন, “কবিতাপাঠ মানেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আবৃত্তি, এই ধারণাকে আমরা ভাঙতে চলেছি। সাধারণত কবিতার সঙ্গে নাচ বা ছবি দেখানো হয়ে থাকে। আমরা যেটা করতে চলেছি সেটা হলো অভিনয়ের মাধ্যমে বিভিন্ন ফরমেশন তৈরি করা, আবার সেগুলোকে ভেঙে ফেলা। আঙ্গিকটা কিছুটা মাইম, পথনাটিকা বা নাচের কিছু ফর্ম দিয়ে তৈরি করা হবে।”

আরও পড়ুন: রণদীপের থ্রিলারে যশপাল, সুব্রত

কিন্তু এই অভিনয়ের মাধ্যমে কোন বক্তব্যকে তুলে ধরবে ‘কবিতাবাড়ি’?

“অবশ্যই সমকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে কবিতাপাঠের মধ্যে দিয়ে,” জানালেন পল্লব। “বিভিন্ন কবির বহু সংখ্যক কবিতা ব্যবহার করা হয়েছে এক একটি চিত্রনাট্যে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্যের কবিতার সঙ্গে আধুনিক যুগের জয় গোস্বামী এবং আরও অনেক কবির লেখাকে ব্যবহার করেছি আমরা। এক একটা চিত্রনাট্য এক একটা আলাদা সামাজিক ছবি তুলে ধরবে।” আবৃত্তির পটভূমিকে সাজিয়ে তুলতে কিছুটা আবহ সঙ্গীতের ব্যবহারও থাকবে বলে জানালেন তিনি।

এর আগে এই আঙ্গিকের কিছু অনুষ্ঠানে তাঁরা দর্শকের প্রশংসা পেয়েছেন, তবে বড় মঞ্চে ‘কবিতাবাড়ি’র অনুষ্ঠান এই প্রথম। নতুন ভাবনায় সজ্জিত কবিতাপাঠের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাবেন শহরের মানুষ, আশা পল্লবের।

অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে পল্লবের একক সঙ্গীতের অনুষ্ঠান।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *