দেবরাজ ইন্দ্রের ভূমিকায় যীশু সেনগুপ্ত
RBN Web Desk: দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করতে চলেছেন যীশু সেনগুপ্ত। গুণশেখর পরিচালিত তেলুগু ছবি ‘শকুন্তলম’-এ এই চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির নামভূমিকায় অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। কালিদাস রচিত ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত হতে চলেছে এই ছবি।
বাংলা ছাড়াও এখন বিভিন্ন ভাষার ছবি ও ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন যীশু। এ বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর মালায়লি ছবি ‘বিলাল’। একাধিক তেলুগু ছবিতে ইতিমধ্যেই দেখা গেছে তাঁকে। তালিকার মধ্যে রয়েছে ‘সীতা রমণ’, ‘আচার্য’, ‘শ্যাম সিংহ রায়’ ও ‘অশ্বথামা’র মতো ছবি।
আরও পড়ুন: ফিরছে মধুমিতা-অপরাজিতা জুটি
‘শকুন্তলম’-এ রাজা দুষ্মন্তের ভূমিকায় রয়েছেন দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহন বাবু, সচিন খেদেকড়, প্রকাশ রাজ, গৌতমী তাড়িমালা ও মধু।
১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘শকুন্তলম’।