এবার মার্কিন মুলুকে দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
কলকাতা: এবার মার্কিন মুলুকে প্রদর্শিত হতে চলেছে পরিচালক সত্যজিত দাসের ছবি ‘পেন্টিংস ইন দ্য ডার্ক: আ ব্লাইন্ড ম্যান’স এক্সট্রিম জার্নি’। এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ রহমান, সায়ন্তি চট্টরাজ, নীলাঞ্জনা রুদ্র, শ্রীলা ত্রিপাঠি, সুরজিৎ চৌধুরী, সুরজিৎ মাইতি, সাহেব হালদার ও বিশ্বজিৎ ঘোষ।
সংবাদমাধ্যমকে সত্যজিত জানালেন যে ১৫ থেকে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের লিফ্ট-অফ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হবে ছবিটি।
‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এর কেন্দ্রে রয়েছে দৃষ্টিহীন চিত্রকর ইমানুয়েল (রাশেদ)। চোখে দেখতে না পেলেও কানে শুনে ছবি আঁকতে পারে সে। খুব অল্প বয়সে তার মা’কে হারায় ইমানুয়েল। মা’কে খুঁজতেই ছেলেটি শহরে আসে। তাকে সাহায্য করে জেরেল (সায়ন্তি)। শেষ পর্যন্ত ইমানুয়েল তার মা’কে খুঁজে পায় কি না, সেটাই দেখা যাবে ছবিতে।
আরও পড়ুন: জনপ্রিয় মেগা-ধারাবাহিকে স্টেপ ইন সৌরভের
শুধু শব্দ শুনে ছবি আঁকতে পারার মত এই বিরল ক্ষমতা পৃথিবীতে মাত্র দশজন মানুষের আছে, জানালেন সত্যজিত।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’।