১৪ রকম নৃত্যশৈলী নিয়ে তৈরি হয়েছে ‘রঙ্গবতী’, জানালেন শিবপ্রসাদ
কলকাতা: ভারতের বিভিন্ন প্রদেশের মোট ১৪ রকম নাচ নিয়ে তৈরি হয়েছে ‘গোত্র’ ছবির ‘রঙ্গবতী’ গানটি, এমনটাই জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ ও নন্দিতার পরবর্তী ছবি ‘গোত্র’ মুক্তি পাচ্ছে জনমাষ্টমীতে। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানালি দে, নাইজেল আকারা, অনুসূয়া মজুমদার ও খরাজ মুখোপাধ্যায়।
২০১৬-তে নন্দিতা-শিবপ্রসাদের ‘প্রাক্তন’ ছবিতে সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাওয়া ‘ভ্রমর’ গানটি প্রবল জনপ্রিয়তা পায়। একই ছবিতে অনুপম রায়ের কথায় ও সুরে ‘তুমি যাকে ভালবাসো’ গানটির জন্য চলচ্চিত্রে শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীতশিল্পীর জাতীয় পুরস্কারটি ছিনিয়ে নেন ইমন চক্রবর্তী। রাধারমণ দত্তর কথায় ও সুরে ‘ভ্রমর’ গানটি নতুনভাবে অ্যারেঞ্জ করে গেয়েছিলেন সুরজিৎ নিজেই।
‘ভ্রমর’-এর সাফল্য ভাবিয়েছিল পরিচালকদ্বয়কে। আর তাই তারই ফলস্বরূপ ‘গোত্র’তে থাকছে সুরজিতের তৈরি ‘রঙ্গবতী’, মুক্তির দিন থেকেই লাফিয়ে বাড়ছে যার জনপ্রিয়তা। মূল গানটি ওড়িয়া হলেও সেই সুর অবলম্বনে বাংলা কথা লিখেছেন সুরজিৎ। মূল গানের গীতিকার মিত্রভানু গৌন্তিয়া ও সুরকার প্রভুদত্ত প্রধানকে যথাযথ সন্মান দিতে ভোলেননি তিনি। ‘গোত্র’তে গানটি গেয়েছেন সুরজিৎ ও ইমন।
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
রেডিওবাংলানেট-কে সুরজিৎ জানালেন, “একটা গান তৈরি করার পরে সেটা যখন মানুষের ভালো লাগে সেই আনন্দটা সত্যিই অন্যরকম। ‘ভূমি’র বাইরে আমাকে প্রথম কাজ দিয়েছিল শিবু ও নন্দিতাদি। টেলিভিশনে অনেক কাজ করেছি ওদের সঙ্গে। এরপর ‘ইচ্ছে’তে কাজ করলাম। এখন কিছু প্রচলিত গানকে রিক্রিয়েট করছি। এই গানটা নিয়ে আগে কখনও কাজ করিনি। ওড়িশার বিখ্যাত লোকগান ‘রঙ্গবতী’। তবে শব্দ ধরে অনুবাদ না করে ছবির পরিস্থিতি বুঝে গানটা লিখেছি। গানটা রিক্রিয়েট করার ভাবনাটা শিবুর মাথাতেই প্রথম এসেছিল। আগে থেকে বুঝিনি গানটা এত হিট করবে।”
শিবপ্রসাদ জানালেন, “১৪ রকম নাচের মধ্যে মুখোশ নৃত্য, ময়ুরভঞ্জ ছৌ, বাঘ নৃত্য, ওড়িশি ও সম্বলপুরী লোকনৃত্য ছাড়া আরও অনেকগুলো নৃত্যশৈলী এই গানে ব্যবহার করা হয়েছে। নৃত্য পরিচালনা করেছে কলকাতারই ছেলে বান্টি।”
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
ওড়িশার চন্দ্রভাগা সমুদ্রতটে শ্যুট করা হয় ‘রঙ্গবতী’। বিকেল চারটে থেকে শুরু করে টানা সতেরো ঘন্টা ধরে শ্যুটিং হয়েছিল এই গানটির। “‘রঙ্গবতী’কে পর্দায় তুলে ধরতে এমন দুটো মুখের প্রয়োজন ছিল যা ছবির বাকি চরিত্রদের থেকে একটু অন্যরকম। সেই দুই মুখই আমরা খুঁজে পেয়েছি ওম সাহানি ও দেবলীনা কুমারের মধ্যে,” জানালেন শিবপ্রসাদ।
“ছবির গানের মাধ্যমে আমার একটা নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে তার জন্য আমি শিবুদা ও নন্দিতাদির কাছে কৃতজ্ঞ। রঙ্গবতী গাওয়ার পর গানটা শুনতে শুনতে আমার মনে হয়েছিল এটা সকলের ভাল লাগবে,” বললেন ইমন।
গানটি হিট হওয়ার পর টালিগঞ্জ আপাতত মেতেছে ‘রঙ্গবতী’ চ্যালেঞ্জে। ছবির কলাকুশলীরা সকলেই কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য। এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জে সাড়া দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, গৌরব চট্টোপাধ্যায়, মনামি ঘোষের মত আরও অনেকে।