জোড়া খুনের রহস্য নিয়ে হাজির ‘শ্যাডো’
RBN Web Desk: ফের রহস্য কলকাতার বুকে। শহরের ফ্ল্যাটে আবির ও রিয়ার ছোট্ট সংসার। কিন্তু কোথাও যেন তাল মেলে না সেখানে। বিশেষভাবে ক্ষমতাসমপন্ন আবিরের ভালোবাসায় কোনও খামতি না থাকলেও রিয়া কিছুতেই আবিরকে ভালোবাসতে পারে না। সে অফিসের কলিগ অনিককে ভালোবাসে। এরই মাঝে হঠাৎই খুন হয় আবির ও রিয়া। ইন্সপেক্টর কবীর এই জোড়া খুনের রহস্য কিনারা করা দায়িত্ব পায়।
তদন্তে জানা যায় খুনের রাতে অনিক রিয়াদের ফ্ল্যাটে এসেছিল। তারপর থেকেই সে বেপাত্তা। রহস্য ঘনীভূত হতে শুরু হয় । কী হবে এরপর? অনিকই কি আসল খুনি?
আরও পড়ুন: কবে শেষ? জানিয়ে দিল চ্যানেল
একের পর এক রহস্যের গল্প উঠে আসছে সিনেমার পর্দায়। তারই মাঝে রহস্যে মোড়া আরেকটি নতুন থ্রিলার ছবি আসতে চলেছে। অতিউল ইসলাম সম্প্রতি তাঁর নতুন ছবি ‘শ্যাডো’ ঘোষণা করলেন। ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, দেবরাজ মুখোপাধ্যায়, তন্ময় দাস, ঈশিকা বল, আরিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সালন্দা সরকার এবং সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।
শীঘ্রই শুরু হবে ‘শ্যাডো’র শুটিং।