‘গুমনামী’র সম্ভাব্য মুক্তির তারিখ জানালেন সৃজিত
RBN Web Desk: নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করেছেন তাঁর পরবর্তী ছবি ‘গুমনামী’। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্যকে। ২০১৬ সালে সংবাদমাধ্যমে ফৈজ়াবাদের গুমনামী বাবাকে নিয়ে একটি প্রতিবেদন পড়েছিলেন সৃজিত। তখন থেকেই তাঁকে নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন তিনি।
অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা ‘কনানড্রাম’ বইটি অবলম্বনে ‘গুমনামী’ পরিচালনা করছেন সৃজিত। এই বইটিতে নেতাজীর অন্তর্ধানের পরের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।
পুনরায় চালু হবে ইলোরা, জানিয়ে দিল মালিকপক্ষ
সরকারী মতে ১৯৪৫ সালের ১৮ আগস্ট তৎকালীন জাপান-অধিকৃত ফরমোসা (বর্তমানে তাইওয়ান) দ্বীপে এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজীর, যদিও পরবর্তীকালে বহু ইতিহাসবিদ ও গবেষক এই ধারণা নাকচ করে দিয়েছেন।
@prosenjitbumba completes his dubbing for #Gumnaami. See you this Puja, possibly, hold your breath, on Gandhi Jayanti:) pic.twitter.com/AIkYa3A185
— Srijit Mukherji (@srijitspeaketh) July 28, 2019
সম্প্রতি ‘গুমনামী’র ডাবিং শেষ করেছেন সৃজিত, টুইট করে জানিয়েছেন সেই কথা। সঙ্গে ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখও জানিয়েছেন তিনি। এ বছর গান্ধী জয়ন্তীতে মুক্তি পেতে পারে ‘গুমনামী’। তবে ২ অক্টোবর এবার বুধবার পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথা অনুযায়ী শুক্রবার ছাড়া কোনও ছবি রিলিজ় করা হয় না। তাই ‘গুমনামী’র ক্ষেত্রে প্রযোজনা সংস্থা এই নিয়মের ব্যতিক্রম করেন কি না, সেটাই এখন দেখার।